সূত্রের খবর, ১৪ মে সোমবার পঞ্চায়েত নির্বাচনের সময় একে অপরের বিরুদ্ধে বুথ দখলের অভিযোগ তোলে ৷ সেই ঘটনার জেরেই গতকাল রাত থেকে সংঘর্ষ শুরু হয় দু’পক্ষের মধ্যে ৷ উত্তেজনা ছড়িয়ে পড়ে স্থানীয় এলাকায় ৷ সংঘর্ষে উভয়পক্ষের একজন করে জখম হয়েছেন বলে জানা গিয়েছে ৷ তবে দু’পক্ষই অভিযোগ অস্বীকার করেছে ৷
advertisement
আরও পড়ুন: কড়া নিরাপত্তার মধ্যেই রাজ্যের ৫৭২টি বুথে ফের শুরু হল ভোট গ্রহণ
বুধবার সকাল থেকেই ঝাড়গ্রাম ছাড়া রাজ্যের ১৯টি জেলার ৫৭২টি বুথে চলছে ভোটগ্রহণ ৷ এর মধ্যে মালদহের ৫৫টি বুথে চলছে ভোটগ্রহণ ৷ গত সোমবার ভোট চলাকালীন মালদহের বিভিন্ন জায়গা থেকে একাধিক হিংসার খবর পাওয়া গিয়েছে ৷ এ নিয়ে নির্বাচন কমিশনের কাছে অভিযোগও জমা পড়েছিল ৷ সে কারণেই পের ৫৫টি বুথে ভোটগ্রহণের কথা ঘোষণা করে রাজ্য নির্বাচন কমিশন ৷
advertisement
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
May 16, 2018 9:05 AM IST