মঙ্গলবার ডুয়ার্সের বীরপাড়ায় নেপালে পাচারের আগেই উদ্ধার হয়েছিল চিতাবাঘের চামড়া। বীরপাড়ায় সিংহানিয়া চা-বাগানের কাছ থেকে দুজনকে গ্রেফতার করা হয়েছিল। উদ্ধার হওয়া চামড়ার বাজারদর ছিল প্রায় কোটি টাকা। ২৪ ঘণ্টার মধ্যে এবার উদ্ধার হল রয়্যাল বেঙ্গলের দাঁত।
ভুটান থেকে নেপালে পাচার হচ্ছে রয়্যাল বেঙ্গল টাইগারের দেহাংশ। সোর্স মারফত এই খবর পেয়ে, অভিযানে নামে বন দফতরের স্পেশাল টাস্ক ফোর্স। বুধবার কাকভোরে ডুয়ার্সের চালসা-নাগরাকাটা সড়কে ওঁত পেতে বসে ছিলেন এসটিএফের আধিকারিকরা। কিছুক্ষণ পরই ওই এলাকা থেকে এক মহিলা-সহ তিনজনকে বমাল সমেত পাকড়াও করা হয়। তাদের সঙ্গে থাকা একটি ব্যাগ থেকে,
advertisement
-পূর্ণ বয়স্ক রয়্যাল বেঙ্গল টাইগারের ২টি দাঁত উদ্ধার হয়
-দাঁত দু’টির বাজারদর ২ লক্ষ টাকা
-বাঘটিকে ভুটানেই মারা হয়েছে বলে সন্দেহ
-ধৃতরা ডুয়ার্সের বাসিন্দা হলেও, এর চাঁই ভুটানের বাসিন্দা বলে অনুমান
চাকরি খুঁজছেন? SBI দিচ্ছে মাসে ৬০,০০০ টাকা রোজগারের সুযোগ
বন দফতর সূত্রে খবর, ধৃতদের জেরায় বেশ কিছু তথ্য মিলেছে। সেই সূত্র ধরে, পাচারে যুক্ত থাকা বাকিদের খোঁজ চলছে। ধৃতদের আদালতে তোলা হলে, তাদের সাতদিনের জেল হেফাজত হয়েছে। এদিকে, পরপর দুদিন চামড়া ও দাঁত উদ্ধারের ঘটনায় বন্যপ্রাণীদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে।