TRENDING:

এই ব্যক্তি যা তৈরি করছেন জেলায়! ওষধি গাছে ভরে গেল এলাকা...! হাত বাড়ালেই পঞ্চবটি বন

Last Updated:

এখানে রয়েছে আমলকী, হরতকি, বহেরা, নিম ও বেল গাছ। এই পাঁচ ধরনের গাছ থাকার কারণে এই বাগানের এই নাম দেওয়া হয়েছে পঞ্চবটি বন। 

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কোচবিহার: জেলা সদর শহরের পাশ ঘেঁষেই বয়ে গিয়েছে তোর্সা নদী। এই নদীর ধারে বর্তমান সময়ে তৈরি হচ্ছে এক নতুন জায়গা। জেলা শহরের এক ব্যক্তি সম্পূর্ণ নিজের উদ্যোগে তৈরি করছেন এই জায়গাটি। তাঁর সঙ্গে স্বতঃস্ফূর্তভাবে যোগদান করেছেন আরও বেশ কিছু সমাজসেবী মানুষ। প্রতিদিন সকালে সকলে মিলে সমাজের উপকারে করে চলেছেন এই কাজ। আমরা সকলেই জানি গাছের কতটা গুরুত্ব রয়েছে পরিবেশের মধ্যে। আর যদি সেই গাছ হয় ঔষধি উপকারে সমৃদ্ধ গাছ তবে তো সেই গাছের গুরুত্ব বেড়ে যায় অনেকটাই।
advertisement

কানে জমে আছে হলুদ ‘ময়লা’? খোঁচাবেন না…! এই ৫ ঘরোয়া উপায়ে চুম্বকের মতো বেরিয়ে আসবে ‘ইয়ার ওয়াক্স’!

পর্যাবরণ সংরক্ষণের আহ্বায়ক বিনয় দাস জানান, \”পরিবেশের মধ্যে গাছের গুরুত্ব অনেকটা। ধীরে ধীরে যেভাবে গাছ কমছে তাতে বেশ অনেকটা সমস্যায় পড়তে হচ্ছে পরিবেশের ভারসাম্যকে। আর সেই গাছ যদি হয় ঔষধি গুণাবলী সম্পন্ন গাছ, তবে সেই গাছের গুরুত্ব বেড়ে যায় অনেকটা। জেলা কোচবিহারের সদর শহরের মাঝে একটা সময় বহু ধরনের ঔষধি গাছ দেখতে পাওয়া যেত। এছাড়া আলাদা ভাবে কবিরাজ বাগান ছিল। যেখানে ছিল বহু ধরনের গাছ। তবে কালের স্রোতে সেখানে বহু গাছ আর নেই। তাই তাঁরা বিশেষ এক উদ্যোগ নিয়েছেন।\”

advertisement

ট্রেনের কামরায় আসছিল অদ্ভুত গন্ধ, GRP তাদের কুকুরকে বলল, ‘সিটের নীচে কী আছে রে গুলাব?’ কুকুরটি যা পেল…! খেল খতম

যা শখ আছে মিটিয়ে নিন! আর ৫ বছর পর ‘মানবজাতি’ নাও থাকতে পারে! গুগলের AGI যা বলছে…শিউরে উঠবেন!

তিনি আরোও জানান, \”এই উদ্যোগের মাধ্যমে শহর কোচবিহারের মধ্যে এক বিশেষ ঔষধি গাছের বাগান তাঁরা তৈরি করছেন। যেই বাগানের নাম তাঁরা দিয়েছেন ‘পঞ্চবটি বন’। এখানে রয়েছে আমলকী, হরতকি, বহেরা, নিম ও বেল গাছ। এই পাঁচ ধরনের গাছ বেশি থাকার কারণে এই বাগানের এই নাম দেওয়া হয়েছে। এছাড়াও আরও গাছ রয়েছে। ২০২৩ সাল থেকে এই বাগান তৈরির কাজ শুরু করেছিলেন তাঁরা। বর্তমানে বাগানে প্রায় ২০০টির বেশি গাছ রয়েছে। যেগুলির পরিচর্যা ও রক্ষণাবেক্ষণ তাঁরাই করছেন। এই বাগানের ফলে ভবিষ্যত দিনে শহরের বহু মানুষ উপকৃত হবেন এটুকু নিশ্চিত তাঁরা।\”

advertisement

গাছের রোপণ করার পর একটি গাছকে কমপক্ষে তিনবছর পর্যন্ত পরিচর্যা করতে হয়। তার পর একটি গাছ ধীরে ধীরে একাই বড় হয়ে ওঠার মতন অবস্থায় আসে। আর দীর্ঘ তিন বছর ধরে এই কাজটিই করছেন এই ব্যক্তি। তাঁরা শুধুই গাছ রোপণ করছেন না। তাঁরা গাছের পরিচর্যাও করে চলেছেন সঠিক ভাবে। তাই বর্তমান সময়ে জেলায় গাছের সংখ্যা বৃদ্ধি পেয়েছে বেশ অনেকটাই।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
শীতের মরশুম এলেই গৃহবধূদের উপরি রোজগার! সংসার সামলে ছুটছেন মোয়ার দোকানে
আরও দেখুন

Sarthak Pandit

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
এই ব্যক্তি যা তৈরি করছেন জেলায়! ওষধি গাছে ভরে গেল এলাকা...! হাত বাড়ালেই পঞ্চবটি বন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল