TRENDING:

Who Is This Man: সবার কাছে তিনি প্রাণের মানুষ! জেলা জুড়ে তিনি ‌যেন গরীবের ভগবান! চেনেন এই মানুষটিকে?

Last Updated:

প্রায় ৪০ বছর ধরে গ্রাম বাংলার গরীব মানুষদের বিনামূল্যে চিকিৎসা দান করে আসছেন। অবসরের পরও তার এমন চিকিৎসা সেবা আজও সাধারণ মানুষের ভরসা।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
জলপাইগুড়ি: ডাক্তার মানে সাধারণ মানুষের কাছে দৃশ্যমান ভগবান! জলপাইগুড়ির এই ডাক্তার সত্যিই যেন ভগবান। জলপাইগুড়িবাসী শ্রদ্ধা করে ভালবেসে এনাকে বলেন ‘ভগবান ডাক্তার’ , আবার কারোর কাছে তিনি ‘গরিবের ডাক্তার’। প্রায় ৪০ বছর ধরে গ্রাম বাংলার গরীব মানুষদের বিনামূল্যে চিকিৎসা দান করে আসছেন। অবসরের পরও তার এমন চিকিৎসা সেবা আজও সাধারণ মানুষের ভরসা।
advertisement

এই ভগবান ডাক্তার, যার নাম ডক্টর স্নেহাশীষ চক্রবর্তী । প্রায় ৩৫ বছর ধরে সদর হাসপাতাল এবং চিকিৎসাশাস্ত্রে নিরলসভাবে সেবা দেওয়ার পর, অবসরের পরেও থেমে যাননি তিনি। বরং, নিজের জীবনযাত্রাকে আরও পরিশ্রমী এবং সেবামূলক করে তুলেছেন।বিনামূল্যে সেবা দেওয়ার অদম্য সাধনা। প্রায় ১৫ বছর ধরে, তিনি জলপাইগুড়ি ওয়েলফেয়ার অর্গানাইজেশনে বিনামূল্যে রোগী দেখছেন। তাঁর সেবা শুধু চিকিৎসা দিয়ে সীমাবদ্ধ নয়, বরং তিনি দানশীলতা ও সহানুভূতির দৃষ্টান্ত স্থাপন করেছেন।

advertisement

আরও পড়ুনWho Is this Bollywood Actress: এক ছবিতে খ্যাতির চূড়ায়, পালিয়ে বিয়ে করে নিজের হাতেই ধ্বংস করেন কেরিয়ার, এখন কেঁদে ভাসান নায়িকা! কে বলুন তো? চেনেন তো নিশ্চয়ই

হাসপাতালেও, তিনি নিজেই রোগীদের বাইরে থেকে ওষুধ কিনে নিয়ে আসতেন এবং বিনামূল্যে বিতরণ করতেন। অনেক সময় নিজেই গরিব রোগীদের জন্য ওষুধের খরচ বহন করতেন, যেন তারা চিকিৎসা সেবা থেকে বঞ্চিত না হয়। মানুষ তার চিকিৎসার জন্য আজও অধীর অপেক্ষায় বসে থাকেন । কারণ ডাক্তার বাবু যে, এক পয়সা নেন না চিকিৎসায়। তবে তাঁর কর্মযজ্ঞের মধ্যে কোনদিনই কোনও আত্মপ্রচারের ইচ্ছা ছিল না। তিনি সবসময় রোগীদের সেবা করতেন নির্লোভভাবে, তাদের জন্য ছিল শুধু ভালবাসা ও সহানুভূতি। যা এখনও রয়েছে একইভাবে!

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
নদী নাকি শুকিয়ে যাওয়া জমি ধরতে পারবেন! ইছামতীর প্রাণ ফেরাতে দারুণ উদ্যোগ
আরও দেখুন

সুরজিৎ দে

বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Who Is This Man: সবার কাছে তিনি প্রাণের মানুষ! জেলা জুড়ে তিনি ‌যেন গরীবের ভগবান! চেনেন এই মানুষটিকে?
Open in App
হোম
খবর
ফটো
লোকাল