এই ভগবান ডাক্তার, যার নাম ডক্টর স্নেহাশীষ চক্রবর্তী । প্রায় ৩৫ বছর ধরে সদর হাসপাতাল এবং চিকিৎসাশাস্ত্রে নিরলসভাবে সেবা দেওয়ার পর, অবসরের পরেও থেমে যাননি তিনি। বরং, নিজের জীবনযাত্রাকে আরও পরিশ্রমী এবং সেবামূলক করে তুলেছেন।বিনামূল্যে সেবা দেওয়ার অদম্য সাধনা। প্রায় ১৫ বছর ধরে, তিনি জলপাইগুড়ি ওয়েলফেয়ার অর্গানাইজেশনে বিনামূল্যে রোগী দেখছেন। তাঁর সেবা শুধু চিকিৎসা দিয়ে সীমাবদ্ধ নয়, বরং তিনি দানশীলতা ও সহানুভূতির দৃষ্টান্ত স্থাপন করেছেন।
advertisement
হাসপাতালেও, তিনি নিজেই রোগীদের বাইরে থেকে ওষুধ কিনে নিয়ে আসতেন এবং বিনামূল্যে বিতরণ করতেন। অনেক সময় নিজেই গরিব রোগীদের জন্য ওষুধের খরচ বহন করতেন, যেন তারা চিকিৎসা সেবা থেকে বঞ্চিত না হয়। মানুষ তার চিকিৎসার জন্য আজও অধীর অপেক্ষায় বসে থাকেন । কারণ ডাক্তার বাবু যে, এক পয়সা নেন না চিকিৎসায়। তবে তাঁর কর্মযজ্ঞের মধ্যে কোনদিনই কোনও আত্মপ্রচারের ইচ্ছা ছিল না। তিনি সবসময় রোগীদের সেবা করতেন নির্লোভভাবে, তাদের জন্য ছিল শুধু ভালবাসা ও সহানুভূতি। যা এখনও রয়েছে একইভাবে!
সুরজিৎ দে