বুধবার সকালে দার্জিলিংয়ের তাপমাত্রা ছিল ৫ ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়া দফতর সূত্রের খবর, বিকেলের পরে আরও কিছুটা নামতে পারে এই তাপমাত্রা। অন্যদিকে, এদিন কার্শিয়াঙের তাপমাত্রা ছিল ৬ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে।
আরও পড়ুন- নিয়োগের দাবিতে পথনাটিকা,অভিনব উপায় প্রতিবাদ উচ্চ প্রাথমিকের চাকরিপ্রার্থীদের
আরও পড়ুন- ভারতের এক নম্বর ব্যাটসম্যান নিজের বন্ধুর সঙ্গেই দিয়ে দিলেন বোনের বিয়ে!
advertisement
এদিকে, কালিম্পংয়েও ঠান্ডায় জবুথবু পাহাড়বাসী। বুধের সকালে কালিম্পঙে তাপমাত্রা পারদ ঘোরাফেরা করছিল ৬ থেকে ৭ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। এর উপরে ছিল ঘন কুয়াশার দাপট।
উষ্ণতার খোঁজে রাস্তার ধারে আগুন পোহাতে দেখা যাচ্ছিল অনেককেই। কেউ কেউ আবার ভিড় জমিয়েছিলেন চায়ের দোকানে।
অন্যদিকে, এদিন সকাল থেকে দক্ষিণবঙ্গের একাধিক জেলার আকাশ ছিল মেঘলা। পূর্ব মেদিনীপুরের মহিষাদল, নন্দকুমার সহ জেলার বিভিন্ন প্রান্তে ঝিরিঝিরি বৃষ্টি নামে এদিন। সকাল থেকে কালো মেঘেই ঢাকা রয়েছে আকাশ। তার মাঝেই বৃষ্টি। বৃষ্টির জেরে বেড়েছে ঠান্ডাও।
