TRENDING:

পাহাড়ে ফের পৃথক রাজ্যের জিগির! জিটিএর প্রথম সভায় গোর্খাল্যান্ডের প্রস্তাব পাশ 

Last Updated:

জিটিএর নির্বাচনের আগেই বিজিপিএম সভাপতি অনীত থাপা কার্শিয়ংয়ের এক জনসভা থেকে ঘোষণা করেছিলেন, ক্ষমতায় এলে জিটিএর প্রথম সভাতে গোর্খাল্যান্ড নিয়ে আলোচনা হবে। সেইমতো আজ প্রথম সভাতেই সেই প্রস্তাব পাশ করা হল।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#পার্থপ্রতিম সরকার, দার্জিলিং: ফের আলাদা রাজ্যের জিগির উঠল পাহাড়ে! দ্বিস্তরীয় পঞ্চায়েত নির্বাচনের আগে নয়া প্রস্তাব। আলাদা গোর্খাল্যান্ড রাজ্য নিয়ে দ্রুত আলোচনা শুরু করতে হবে, জিটিএর প্রথম সভাতেই পাশ করা হল এই প্রস্তাব। আজই ছিল জিটিএর প্রথম সভা। সেখানে বিজিপিএম ছাড়াও হামরো পার্টি এবং তৃণমূলের সভাসদেরা উপস্থিত ছিলেন। সর্বসম্মতিক্রমেই প্রস্তাব পাশ হয়ে যায়।
advertisement

জিটিএর নির্বাচনের আগেই বিজিপিএম সভাপতি অনীত থাপা কার্শিয়ংয়ের এক জনসভা থেকে ঘোষণা করেছিলেন, ক্ষমতায় এলে জিটিএর প্রথম সভায় গোর্খাল্যান্ড নিয়ে আলোচনা হবে। সেই মতো আজ প্রথম সভাতেই সেই প্রস্তাব পাশ করা হল। কী সেই প্রস্তাব? আলাদা রাজ্য গোর্খাল্যান্ড নিয়ে শীঘ্রই আলোচনা শুরু করতে হবে। এর আগে ১১ বার ওই দাবি উঠেছিল এবং তা বন্ধও হয়ে যায়। এবারে এই দাবি নিয়ে আলোচনার পথ খুলতে হবে।

advertisement

বিজিপিএম সূত্রে জানা গিয়েছে, পাহাড়ের বিশিষ্ট ব্যক্তিদের নিয়ে একটি কমিটি গঠন করা হবে। সেই কমিটি আলাদা রাজ্যের বিষয়টি দেখবেন। একটি খসড়া রিপোর্ট তৈরি করে তুলে দেবেন অনীত থাপার হাতে। তারপর সেই খসড়া নিয়ে পূর্বাঙ্গ রিপোর্ট তৈরি করে কেন্দ্রের দ্বারস্থ হবে অনীত থাপার দল। জিটিএর ভাইস চেয়ারম্যান রাজেশ চৌহান জানান, সেইসঙ্গে পাহাড়ের ১১ জনজাতিকে তফসিলি উপজাতির আওতাভুক্ত করার প্রস্তাবও পাশ করা হয়েছে। প্রধানমন্ত্রীর ঘোষণার পরও দাবি আদায় হয়নি। নির্বাচন আসে, যায়। দাবি রয়েই যায়। এনিয়েও কেন্দ্রের সঙ্গে কথা বলবেন অনীত থাপা। পাশাপাশি কালিম্পংয়ে দুটি আলাদা মহকুমা করতে হবে। জোরবাংলো ও ঘুম নিয়ে পৃথক ব্লক তৈরি করতে হবে। এছাড়া পাহাড়ের চা শ্রমিকদের জমির পাট্টা, ন্যূনতম মজুরি সহ ৫৫টি প্রস্তাব পাস করানো হয় এদিনের সভায়, একে স্বাগত জানিয়েছে বিরোধীরা।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
বিজয়াতেই ঘরে ঘরে 'টিকা'র প্রস্তুতি! গোর্খাদের এই উৎসব বাঙালির খুব চেনা
আরও দেখুন

হামরো পার্টির সভাপতি অজয় এডওয়ার্ড জানান, প্রথম সভা ছিল ঐতিহাসিক। পাহাড়ের উন্নয়ন নিয়ে মুখ্যমন্ত্রী এগিয়ে আসবেন আশা করি। তবে তৃণমূলের সভাসদ বিনয় তামাং কোনও মন্তব্য করতে চাননি।

বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
পাহাড়ে ফের পৃথক রাজ্যের জিগির! জিটিএর প্রথম সভায় গোর্খাল্যান্ডের প্রস্তাব পাশ 
Open in App
হোম
খবর
ফটো
লোকাল