TRENDING:

Nuniya Atap Rice: GI তকমা পেতেই হিট নুনিয়া চাল! সৃষ্টিশ্রী মেলায় দেদার বিকোচ্ছে এই কালো চাল, কত টাকায় মিলছে জেনে নিন চট করে

Last Updated:

সাম্প্রতিক জি আই ট্যাগ প্রাপ্ত উত্তরের কালো নুনিয়ার চাল দেদার বিকোচ্ছে জলপাইগুড়িতে। জলপাইগুড়ি শহরের নেতাজী পাড়ার মাঠে অনুষ্ঠিত হচ্ছে ৪ দিনব্যাপী সৃষ্টিশ্রী মেলা।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
জলপাইগুড়ি: সাম্প্রতিক জি আই ট্যাগ প্রাপ্ত উত্তরের কালো নুনিয়ার চাল দেদার বিক্রি জলপাইগুড়িতে। জলপাইগুড়ি শহরের নেতাজী পাড়ার মাঠে অনুষ্ঠিত হচ্ছে ৪ দিনব্যাপী সৃষ্টিশ্রী মেলা। মেলায় রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পের মধ্যে নজর কেড়েছে কৃষি দফতরের স্টল। সেখানেই দেদার বিকোচ্ছে কালো নুনিয়ার চাল। উত্তরবঙ্গে কালো নুনিয়ার চাল বিখ্যাত হলেও বাজারে খুঁজে পেতে বেগ পেতে হয় সাধারণ মানুষকে। এদিন মেলায় এই চালের স্টল দেখতে পেয়েই ভিড় জমে যায় স্টল ঘিরে। সুবিখ্যাত কালো নুনিয়া চাল কিনতে কৃষি দফতরে স্টলে উপচে পড়ছে ভিড়। ১০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে কালো নুনিয়া চাল।
advertisement

দীর্ঘকাল ধরেই এই ধানের চাষ করে আসছেন উত্তরবঙ্গের আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়ি জেলার কৃষকরা। তোলাই পাঁঞ্জী কিংবা তুলসি ভোগ, বাসমতি অথবা গোবিন্দ ভোগ এই সব নামীদামি চালের পাশে ডুয়ার্সের এই কালো সম্পদ, কালো নুনিয়া চাল যে কোনও অংশেই কম নয়, তা ভোজন রসিকরাই জানেন।

সম্প্রতি জিওগ্রাফিকাল ইন্ডিকেশন রেজিস্ট্রেশন পেয়েছে উত্তরবঙ্গের এই কালো নুনিয়া চাল। অর্থাৎ এখন থেকে দেশের অন্যতম ইন্টেলেকচুয়াল প্রপার্টি হিসেবে গণ্য করা হচ্ছে এই ধানকে। সেজন্য একদিকে যেমন খুশি কৃষকরা, পাশাপাশি সেই কালো নুনিয়া ধানের স্টলে উপচে পড়ছে সাধারণ মানুষের ভিড়। এতে খুশি বিক্রেতা।

advertisement

এই চাল প্রস্তুতকারক রিতা মল্লিক কালো নুনিয়া নিয়ে এসেছেন জলপাইগুড়ির বানারহাটের নাথুয়া থেকে। সেখানে নিজের ১৪ বিঘা জমির মধ্যে তিন বিঘাতে চাষ করেছেন এই চালের। এখানে এসে তিনি দেখতে পান যে এই চালের চাহিদা অনেকে। ১০০ টাকা কেজি হলেও মানুষ জন কিনছেন কোন কার্পণ্য ছাড়াই।

View More

আরও পড়ুন: কাছে যেতেই ওর মুখ থেকে দুর্গন্ধের দমকা বাতাস… নায়িকার মুখের গন্ধ নিয়ে বিস্ফোরক ববি, যা করলেন… ভয়ানক!

advertisement

রিতা দেবী জানান, “আমরা আগে আমাদের কিছু সংখ্যক জমিতে এই কালো নুনিয়া চাষ করতাম। কিন্তু জলপাইগুড়ির এই মেলায় এসে দেখলাম এর চাহিদা অনেক। এবার ফিরে গিয়েই আরও বেশি সংখ্যক জমিতে এই চালের বীজ লাগাব।”

অন্যদিকে মেলায় উপস্থিত জলপাইগুড়ি জেলা পরিষদের সভাধিপতি কৃষ্ণা রায় বর্মণের কথায়, “এই মেলায় যে সকল সামগ্রী এসেছে সবই বিশ্বমানের। আশা করছি সারা দেশের পাশাপাশি আমাদের কৃষক বন্ধুদের উৎপাদিত দ্রব্য বিশ্ব বাজারেও সমান গুরুত্ব পাবে।” তার কথার সঙ্গে প্রায় একমত অতিরিক্ত জেলাশাসক তেজস্বিনী রানাও। তার কথায়, “আমরা চেষ্টা করছি মহিলাদের জন্য এই সৃষ্টিশ্রী মেলার মাধ্যমে স্বনির্ভর করে তুলতে। এখানে এসে দেখতে পাচ্ছি ওঁরা নিজদের প্রতিভাকে যথেষ্ট ভাবেই মেলে ধরেছে। আমরা পাশে থাকার সর্বদা চেষ্ঠা করব।” এত সফলভাবে সৃষ্টিশ্রী মেলা অনুষ্ঠিত হওয়ায় খুশি সকলেই।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

সুরজিৎ দে

বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Nuniya Atap Rice: GI তকমা পেতেই হিট নুনিয়া চাল! সৃষ্টিশ্রী মেলায় দেদার বিকোচ্ছে এই কালো চাল, কত টাকায় মিলছে জেনে নিন চট করে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল