যাঁরা আগেই বুকিং করেছিলেন, তাঁদেরও আজ উত্তর সিকিমে প্রবেশে নিষেধাজ্ঞা জারি হয়েছে। বিপজ্জনক পরিস্থিতি তৈরি হওয়ায় প্রশাসনের তরফে জারি হয়েছে স্পষ্ট বার্তা—এখনই নর্থ সিকিম নয়! একইসঙ্গে তিস্তার জলস্ফীতিতে উদ্বেগ ছড়িয়েছে কালিম্পংয়ের মল্লিতেও। খরস্রোতা তিস্তার জল বেড়েছে সেখানেও। পরিস্থিতির উপর নজর রাখছে কালিম্পং জেলা প্রশাসন।
‘হাতে টাকা আর গুণ্ডা থাকলেই…’ পদে না থেকেও অনুব্রতের এত রোয়াব কেন? বুঝিয়ে বললেন দিলীপ ঘোষ
advertisement
সাপ তাড়া করলে ‘S’ আকৃতিতে দৌড়ানো কি বুদ্ধিমানের কাজ? না জানলে যে সমস্যাটা হয়…বিশেষজ্ঞরা কী বলছেন?
সাংকালাং, সিংতাম, মঙ্গনের সংযোগস্থলে তিস্তার প্রবল জলোচ্ছ্বাসে আরও চিন্তার ভাঁজ পড়েছে প্রশাসনিক মহলে। লাচেন, লাচুং যাওয়ার রাস্তাতেও একাধিক জায়গায় ধস ও জলবন্দি পরিস্থিতি তৈরি হয়েছে।
তিস্তার পাড়ঘেঁষা এলাকায় জারি হয়েছে কড়া সতর্কতা। বাসিন্দাদের অনুরোধ, অপ্রয়োজনে বাইরে বেরোবেন না।
(representative Image: AI)
বিপর্যস্ত নর্থ সিকিম! লাচেন, লাচুং যাওয়ার পথে একাধিক জায়গা বিপর্যস্ত। সাংকালাংয়ে ভয়াল রূপ নিয়েছে তিস্তা। জল বাড়ছে। অন্যদিকে সিংতাম ও মঙ্গনের সংযোগকারী রাস্তার ধারে তিস্তার জলোচ্ছ্বাস। উদ্বেগ বাড়ছে।