TRENDING:

স্বস্তির খবর! খুলে গেল কালিম্পং-দার্জিলিং সংযোগকারী গুরুত্বপূর্ণ রাস্তা, হাঁফ ছেড়ে বাঁচলেন পর্যটকরা

Last Updated:

নিম্নচাপের কারণে দক্ষিণবঙ্গে গত কয়েক ঘণ্টায় মুষলধারে বৃষ্টির পাশাপাশি উত্তরবঙ্গের বিভিন্ন জায়গাতেও বৃষ্টি হয়েছে প্রবল।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
তিস্তা বাজার, কালিম্পং, পার্থ প্রতিম সরকার: নিম্নচাপের কারণে দক্ষিণবঙ্গে গত কয়েক ঘণ্টায় মুষলধারে বৃষ্টির পাশাপাশি উত্তরবঙ্গের বিভিন্ন জায়গাতেও বৃষ্টি হয়েছে প্রবল। আর এই প্রবল বৃষ্টির কারণে হু হু করে জল বাড়তে থাকে তিস্তায়। প্রবল বৃষ্টিতে একদিকে যেমন কার্শিয়াং এর রংটং ও তিনধারিয়ার মাঝে একাধিক জায়গায় ধস নেমে টয়ট্রেন পরিষেবা বন্ধ হয়েছে, ঠিক সেই রকমই আবার তিস্তা নদীতে হু হু করে জল বাড়ার পরিপ্রেক্ষিতে বন্ধ হয়ে যায় ১২ নম্বর রাজ্য সড়ক।
খুলে গেল ১২ নম্বর রাজ্য সড়ক
খুলে গেল ১২ নম্বর রাজ্য সড়ক
advertisement

টানা বৃষ্টির পরিপ্রেক্ষিতে মঙ্গলবার সকাল থেকে প্রায় পাঁচ ঘন্টা বন্ধ ছিল কালিম্পং ও দার্জিলিং এর সংযোগকারী তিস্তা বাজার পেশক রোড। তবে বৃষ্টি কমতে থাকার পরিপ্রেক্ষিতে তিস্তা নদীর জল কমা শুরু হয় এবং সেই গুরুত্বপূর্ণ রাস্তা পুনরায় খুলে যায়। আর এই গুরুত্বপূর্ণ রাস্তা খুলে দেওয়ার পরিপ্রেক্ষিতে স্বাভাবিকভাবেই সাময়িক স্বস্তি ফেরে পর্যটক ও নিত্যযাত্রীদের মধ্যে।

advertisement

আরও পড়ুন: হাতির পিঠে চড়ে হত মায়ের আগমন, জমিয়ে হত খাওয়া-দাওয়া, মেলা! আর এখন কেমন হয় মেচদের দুর্গাপুজো? জানুন

তিস্তা নদীর জল বৃদ্ধি পাওয়ার ফলে কালিম্পং ও দার্জিলিং এর সংযোগকারী তিস্তা বাজার পেশক রোড দীর্ঘ চার পাঁচ ঘন্টা বন্ধ থাকায় একদিকে যেমন পর্যটকদের সমস্যায় পড়তে হয়েছিল, ঠিক সেই রকমই নিত্যযাত্রীদেরও সমস্যায় পড়তে হয়েছিল। তবে আপাতত ওই গুরুত্বপূর্ণ রাস্তা খুলে যাওয়াই তারা হাঁফ ছেড়ে বেঁচেছেন।

advertisement

আরও পড়ুন: 5G-র যুগে ছিল না বিদ্যুৎ! রাজ্যের ‘এই’ গ্রামে স্বাধীনতার ৭৯ বছর পরিষেবা মিলতেই ঘটা করে উদ্বোধনে প্রশাসন

সেরা ভিডিও

আরও দেখুন
পুজো মণ্ডপে মৃৎশিল্প নিয়ে বার্তা! 'হারানো সুর' থিমে নজর কাড়ছে স্বরবর্ণের কালীপুজো
আরও দেখুন

তবে উত্তরবঙ্গের বিভিন্ন জায়গায় বৃষ্টির কারণে সিকিম যাওয়ার ১০ নম্বর জাতীয় সড়কের বেশ কিছু জায়গায় ধস নামা শুরু হয়েছে বলেও জানা যাচ্ছে। সিকিমের দিকে থাকা ১০ নম্বর জাতীয় সড়কে মূলত এমন ধস দেখা গিয়েছে। এর ফলে ওই জাতীয় সড়কের উপর দিয়ে যাতায়াতকারী পর্যটক ও নিত্যযাত্রীদের সমস্যার সম্মুখীন হতে হচ্ছে।

advertisement

বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
স্বস্তির খবর! খুলে গেল কালিম্পং-দার্জিলিং সংযোগকারী গুরুত্বপূর্ণ রাস্তা, হাঁফ ছেড়ে বাঁচলেন পর্যটকরা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল