টানা বৃষ্টির পরিপ্রেক্ষিতে মঙ্গলবার সকাল থেকে প্রায় পাঁচ ঘন্টা বন্ধ ছিল কালিম্পং ও দার্জিলিং এর সংযোগকারী তিস্তা বাজার পেশক রোড। তবে বৃষ্টি কমতে থাকার পরিপ্রেক্ষিতে তিস্তা নদীর জল কমা শুরু হয় এবং সেই গুরুত্বপূর্ণ রাস্তা পুনরায় খুলে যায়। আর এই গুরুত্বপূর্ণ রাস্তা খুলে দেওয়ার পরিপ্রেক্ষিতে স্বাভাবিকভাবেই সাময়িক স্বস্তি ফেরে পর্যটক ও নিত্যযাত্রীদের মধ্যে।
advertisement
আরও পড়ুন: হাতির পিঠে চড়ে হত মায়ের আগমন, জমিয়ে হত খাওয়া-দাওয়া, মেলা! আর এখন কেমন হয় মেচদের দুর্গাপুজো? জানুন
তিস্তা নদীর জল বৃদ্ধি পাওয়ার ফলে কালিম্পং ও দার্জিলিং এর সংযোগকারী তিস্তা বাজার পেশক রোড দীর্ঘ চার পাঁচ ঘন্টা বন্ধ থাকায় একদিকে যেমন পর্যটকদের সমস্যায় পড়তে হয়েছিল, ঠিক সেই রকমই নিত্যযাত্রীদেরও সমস্যায় পড়তে হয়েছিল। তবে আপাতত ওই গুরুত্বপূর্ণ রাস্তা খুলে যাওয়াই তারা হাঁফ ছেড়ে বেঁচেছেন।
তবে উত্তরবঙ্গের বিভিন্ন জায়গায় বৃষ্টির কারণে সিকিম যাওয়ার ১০ নম্বর জাতীয় সড়কের বেশ কিছু জায়গায় ধস নামা শুরু হয়েছে বলেও জানা যাচ্ছে। সিকিমের দিকে থাকা ১০ নম্বর জাতীয় সড়কে মূলত এমন ধস দেখা গিয়েছে। এর ফলে ওই জাতীয় সড়কের উপর দিয়ে যাতায়াতকারী পর্যটক ও নিত্যযাত্রীদের সমস্যার সম্মুখীন হতে হচ্ছে।