TRENDING:

South Dinajpur News: ধান, পাট, সর্ষের থেকে অনেক বেশি লাভ! সমীর বাবুর দেখানো নতুন নতুন চাষে মিলছে লাভ আর লাভ

Last Updated:

কর্মজীবনে স্কুল শিক্ষক হয়ে উঠেছেন কৃষকদের শিক্ষক

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
দক্ষিণ দিনাজপুর: কর্মজীবনে স্কুল শিক্ষক হলেও হিলি ব্লকের বিস্তৃর্ণ এলাকা জুড়ে কৃষকদের শিক্ষক হিসেবে পরিচিতি লাভ করেছেন সমীর কুমার সরকার। এলাকার কৃষকদের নিত্যনতুন স্বপ্ন দেখিয়ে গতানুগতিক চাষের বাইরে গিয়ে চাষ করবার জমিতে থাই প্রজাতির পেয়ারা চাষ করে তাক লাগিয়েছেন তিনি। শুধুমাত্র দক্ষিণ দিনাজপুর জেলা নয়, শিলিগুড়ি সহ উত্তর-পূর্ব ভারতের বিভিন্ন জায়গায় তাঁর পেয়ারার স্বাদ পেয়ে থাকেন সাধারণ মানুষ।
advertisement

স্কুল শিক্ষক সমীরবাবু তাঁর জমিতে প্রথম অবস্থায় শাল, সেগুন সহ বিভিন্ন প্রজাতির গাছ লাগিয়েছিলেন। এরপর তিনি অনুভব করলেন সমস্ত গাছগুলি থেকে মুনাফা পেতে গেলে প্রায় কয়েক বছর অপেক্ষা করতে হবে। এইজন্য তিনি নতুনভাবে চাষের চিন্তাভাবনা শুরু করেন। যেমন ভাবনা, তেমন কাজ। চট-জলদি তিনি সিদ্ধান্ত নিয়ে ফেলেন বিদেশি প্রজাতির বিভিন্ন ফলের গাছ চাষ করবেন তিনি। বর্তমানে থাই প্রজাতির পেয়ারা চাষ করে এলাকার কৃষকদের পথ দেখাচ্ছেন।

advertisement

আরও পড়ুন: এক রাতেই খেল খতম! যা ঘটল নন্দনপুরে, দেখলে শুনলে আপনিও ১০ বার ভাববেন

সমীর বাবুর বাগানে গেলেই লক্ষ্য করা যাবে সারি সারি গাছে ঝুলে রয়েছে থাই প্রজাতির পেয়ারা। কোন কোন গাছে পাতা কম ফল বেশি। আর এই ফলের ভারে নুয়ে পড়েছে অনেক গাছ। পেয়ারাগুলিকে প্লাস্টিকে মুড়িয়ে রাখা হয়েছে যাতে গাছগুলিতে যখন ঔষধ দেওয়া হয় সেই সময় ফলের উপর কোন প্রভাব না পড়ে তার জন্যই এই ব্যবস্থা গ্রহণ করেছেন শিক্ষক সমীর কুমার সরকার।

advertisement

View More

আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন

হিলি ব্লকের বিস্তীর্ণ এলাকা জুড়ে মূলত গ্রীষ্মকাল পড়তেই জলের অভাব দেখা দেয় প্রতিবছরই। গ্রীষ্মকাল জুড়েই তেমন চাষবাস হয় না বললেই চলে। ফলস্বরূপ এই ধরনের বিদেশি প্রজাতির ফল চাষবাস কৃষকরা যদি করেন তাহলে ধান, পাট, সরষের থেকে অনেক গুণ লাভের মুখ দেখবেন তাঁরা। এই বিষয়টি নিয়ে কৃষকদের সমীর বাবু প্রশিক্ষণও দেওয়ার ব্যবস্থা করে থাকেন। এমনকি সমীর বাবুর পথ ধরেই একাধিক কৃষক এ ধরনের চাষের প্রতি আগ্রহ দেখাচ্ছে। একদিকে চাষ করে তিনি যেমন লাভের মুখ দেখছেন, অপরদিকে স্থানীয় কিছু মানুষের কর্মসংস্থান হচ্ছে। এমনই চিন্তাভাবনা করে তিনি এই কাজে অবতীর্ণ হয়েছিলেন একটা সময়।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
শীতের সকালের জলখাবার! মানুষের দুয়ারে পৌঁছে যাচ্ছে 'ধুকি' পিঠা 
আরও দেখুন

সুস্মিতা গোস্বামী

বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
South Dinajpur News: ধান, পাট, সর্ষের থেকে অনেক বেশি লাভ! সমীর বাবুর দেখানো নতুন নতুন চাষে মিলছে লাভ আর লাভ
Open in App
হোম
খবর
ফটো
লোকাল