শুক্রবারের পর শনিবারও ইন্দো-ভুটান সড়ক অবরোধ করে পথে নামলেন চা শ্রমিকরা। এদিন বানারহাট ব্লকের চুনাভাটি চা বাগানের শ্রমিকরা ২০ শতাংশ বোনাসের দাবিতে সকাল থেকেই সড়ক অবরোধে বসেন।
আরও পড়ুনঃ ঘুচল রুজি রুটি! পুজোর আগে মাথায় আকাশ ভেঙে পড়ল চা শ্রমিক মহল্লায়! বন্ধ পরপর তিনটি চা বাগান
advertisement
শ্রমিকদের অভিযোগ, রাজ্য সরকারের ঘোষণা মতো ২০ শতাংশ বোনাস দেওয়ার বদলে মালিকপক্ষ একতরফাভাবে বোনাসের হার কমিয়ে দিয়েছে। শ্রমিকদের অজান্তেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে ক্ষোভ ছড়িয়েছে চা শ্রমিক মহল্লায়। তাদের দাবি, ঘোষিত ২০ শতাংশ বোনাস দিতে হবে এবং বকেয়া মজুরি দ্রুত মিটিয়ে দিতে হবে।
আরও পড়ুনঃ পুরসভার টাকা মেরে পকেট ভরছিলেন অস্থায়ী কর্মী! বাগিয়েছেন কয়েক লক্ষ, অভিযোগ সামনে আসতেই শোরগোল
অবরোধের কারণে বানারহাট থেকে ভুটানগামী রাস্তায় দীর্ঘ যানজট সৃষ্টি হয়। ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে বানারহাট থানার বিশাল পুলিশ বাহিনী। পুজোর মুখে একের পর এক চা-বাগানে শ্রমিক বিক্ষোভে কার্যত দিশেহারা প্রশাসন।