প্রায় দুই মাসের অধিক সময় চা পাতা তোলা বন্ধ ছিল। গতবছর ২০২৪ সালের ৩০ নভেম্বর শেষ চা পাতা তোলার দিন ধার্য করেছিল ভারতীয় চা পর্ষদ। এই সিদ্ধান্ত মেনে ৩০ নভেম্বর-এর পর থেকে চা পাতা তোলা বন্ধ হয়ে যায় উত্তরের চা বলয়ে।
আরও পড়ুন- ১৬তে বিয়ে, ১৭তে যমজ বাচ্চার মা! ১৮তে বিবাহবিচ্ছেদ…! বাবা কে? জানে না এখনও সন্তানরা
advertisement
সোনা ফেলে দেবেন নিজেই, চাহিদা বাড়ছে অন্য এক ধাতুর! আর ১০ বছরে ‘টপে’! কাড়াকাড়ি পড়ে যাবে বাজারে
আগামী ১০ ফেব্রুয়ারী থেকে পূনরায় চা বলয়ে চা পাতা তোলার দিন ধার্য করেছে চা পর্ষদ।চা বাগান মালিক কতৃপক্ষরা আশাবাদী এবছর চা এর গুণগত মান বৃদ্ধি পাবে। তবে আবহাওয়া অনূকূল না থাকায় উৎপাদন অনেক কম হবে এই নিয়ে চিন্তিত বিশেষ করে ডুয়ার্সের চা বলয়।
আলিপুরদুয়ার জেলার বিভিন্ন চা বাগানের মালিক কতৃপক্ষরা জানান, এবছর অনেক আগে থেকে চা পাতা তোলা বন্ধ হয়েছিল।তারা আশা করছেন তাড়াতাড়ি চা পাতা তোলার কাজ শুরু হওয়ার কারণে এবছর ফাস্ট ফ্লাস এর চা খুব ভাল হবে। গুণগত মান বৃদ্ধি পাবে।চা পাতার দাম একটা ভাল স্থানে এসে দাঁড়াবে।
Annanya Dey