ধূপগুড়ির বিজেপি বিধায়ক বিষ্ণুপদ রায়ের আকস্মিক প্রয়াণে আগামী ৫ সেপ্টেম্বর উপনির্বাচন হচ্ছে ধূপগুড়িতে। ধূপগুড়ি আসনটি ধরে রাখার ব্যাপারে আশাবাদী গেরুয়া শিবির। অন্যদিকে, শাসকদল তৃণমূল কংগ্রেসও বিজেপির থেকে আসনটি ছিনিয়ে নেওয়ার ব্যাপারে বদ্ধপরিকর। চলছে জোর প্রচারও৷
আরও পড়ুন: সংখ্যালঘু সম্প্রদায়ের মন পেতে মোদির নির্দেশ, ‘রাখি-কৌশলে’ আস্থা বঙ্গ বিজেপির
এদিন বিকেলে ধূপগুড়ি কলেজ সংলগ্ন এলাকায় রোড শো করার কথা বিরোধী দলনেতা শুভেন্দুর। সন্ধেয় দুরামারি চন্দ্রকান্ত স্কুল ময়দানে দলীয় প্রার্থীর সমর্থনে জনসভা। আগামিকাল বৃহস্পতিবারও জোড়া কর্মসূচি রয়েছে তাঁর।
advertisement
ধূপগুড়ির উপ নির্বাচনে বিজেপির প্রার্থী হয়েছেন তাপসী রায়। গত ১৫ অগাস্ট পুলওয়ামা হামলায় শহিদ জগন্নাথ রায়ের সহধর্মিনীকে প্রার্থী ঘোষণা করে গেরুয়া শিবির। ধূপগুড়ি উপনির্বাচন শাসকদল তৃণমূল এবং বিজেপির কাছে রীতিমতো প্রেস্টিজ ফাইট। একদিকে আসন ধরে রাখার ব্যাপারে মরিয়া পদ্ম শিবির। আর অন্যদিকে বিজেপির থেকে আসন ছিনিয়ে নিয়ে বিধানসভায় তাদের সংখ্যা বাড়ানোই প্রধান লক্ষ্য তৃণমূলের।
আগামী শনিবার ধূপগুড়িতে দলীয় প্রার্থীর সমর্থনে প্রচারে যাচ্ছেন তৃণমূল কংগ্রেসের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। পরের দিন রবিবার ফের ধূপগুড়িতে শুভেন্দু অধিকারী প্রচারে যাবেন বলে বিজেপি সূত্রের খবর।