কিন্তু কীভাবে ঘটল এমন? কীভাবেই বা পুলিশ ভেস্তে দিল পরিকল্পনা? পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত বুধবার রাতে রায়গঞ্জ শহরের রাস্তায় ঘুরে বেড়ানো একটি গরুকে কিছু দুষ্কৃতী একটি এসইউভি গাড়িতে তুলে নিয়ে যায়। সেই ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। তারপরেই নড়েচড়ে বসে জেলা পুলিশ প্রশাসন।
আরও পড়ুন : মাস্টার প্ল্যান! অপুষ্টি আর ধারেকাছেও ঘেঁষতে পারবে না! নতুন এই উদ্যোগে পুষ্টিকর খাবার পাবে সব শিশু
advertisement
এই ঘটনার পরেই দুষ্কৃতীদের খোঁজ শুরু করে দেয় পুলিশ। গোটা জেলাজুড়ে থানাগুলিকে সতর্ক করে দেওয়া হয়। এরপর চাকুলিয়া থানার পুলিশের সক্রিয় ভূমিকার ফলে মাঝরা এলাকায় সন্দেহজনক ওই গাড়িটিকে ধাওয়া করে আটক করে পুলিশ।
আরও পড়ুন : ফের স্থগিত হওয়ার আশঙ্কায় কাশীপুর রাজবাড়ির পুজো! ৫৩ বছর পর আবার কেন? পুরোটা জানুন
আটক করা গাড়িতে তল্লাশি চালিয়ে একটি গরু উদ্ধার করা হয়। ঘটনাস্থল থেকেই দুই পাচারকারীকে গ্রেফতার করে পুলিশ। জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, ধৃতদের জিজ্ঞাসাবাদ চলছে। পুরো ঘটনার সঙ্গে আর কারা যুক্ত, সেই বিষয়টি নিয়েও তদন্ত চলছে।