সুকান্তবাবু ও দক্ষিণ দিনাজপুর জেলা বিজেপির উদ্যোগে উত্তরবঙ্গের বন্যা দুর্গত অঞ্চলের মানুষজনের কাছে ১০০ কুইন্টাল চাল ও শুকনো খাবার পাঠানো হল। মঙ্গলবার দুপুরে প্রায় ১০০ কুইন্টাল চাল পাঠানো হয়। সেই সঙ্গেই আজ রাতে শিলিগুড়ি পৌঁছবেন বলে জানান সুকান্তবাবু।
আরও পড়ুনঃ শুধু পেটের দায় নয়! প্রাণের ঝুঁকি সত্ত্বেও মৎসজীবীরা কেন সুন্দরবনের জঙ্গলে যান? জেনে নিন ‘সেই’ কারণ
advertisement
জলপাইগুড়ি, আলিপুরদুয়ার সহ ডুয়ার্সে তৈরি হওয়া বন্যা পরিস্থিতিতে দুর্গতদের পাশে দাঁড়াতে বালুরঘাটের সাংসদ তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার এবং দক্ষিণ দিনাজপুর জেলা বিজেপির পক্ষ থেকে চাল ও শুকনো খাবার পাঠানোর উদ্যোগ নেওয়া হয়েছে। কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার জানিয়েছেন, এই ত্রাণ সামগ্রী আলিপুরদুয়ার, দার্জিলিং, শিলিগুড়ি, জলপাইগুড়ি প্রভৃতি এলাকায় বন্যা দুর্গতদের মধ্যে বণ্টন করা হবে।
এখানেই না থেমে সুকান্তবাবু জানান, আজ রাতেই তিনি শিলিগুড়ি পৌঁছে যাবেন। সেখানে গিয়ে তিনি নিজের তরফ থেকেও বন্যা দুর্গতদের মধ্যে কিছু শুকনো খাবার বন্টন করবেন।