TRENDING:

Sukanta Majumdar: অভিষেকের নির্দেশে সুকান্তর ফোন নম্বর পাবলিক! ‘বুমেরাং' হল, অভিষেককে নিশানা করে খোঁচা সুকান্ত মজুমদারের 

Last Updated:

আর এর কিছুক্ষণ পরে নিজের সোশ্যাল মিডিয়ায় সুকান্ত মজুমদার লেখেন, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পরামর্শ মতো তাঁকে ফোন করেছিলেন হুগলির এক সাধারণ মানুষ৷ কিন্তু, টাকা চাওয়া নয়, উল্টে অনুরোধ করে বলেছেন যে, ‘কেন্দ্র যেন কোনও অবস্থাতেই রাজ্যকে টাকা না দেয়৷ তাহলেই ফের চুরি করবে তৃণমূলীরা।’

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: কেন্দ্রের কাছ থেকে বকেয়া পাওনা আদায় করতে বিজেপির উপরে চাপ সৃষ্টির নতুন ‘কৌশল’ নিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়৷ রাজভবনের সামনে তৃণমূলের ধর্নামঞ্চে গত শনিবার প্রকাশ্যে নিয়ে আসা হয়েছিল বঙ্গ বিজেপির সভাপতি সুকান্ত মজুমদারের ব্যক্তিগত ফোন নম্বর৷ এর কয়েক ঘণ্টা পরেই অবশ্য সুকান্ত মজুমদার তৃণমূলকে নিশানা করে দাবি করলেন, ‘আমার ফোন নম্বর পাবলিক করে ব্যুমেরাং হল’। বিজেপি নেতা কেন বললেন এই কথা?
advertisement

১০০ দিনের কাজের বকেয়া আদায়ের দাবিতে গত ২ ও ৩ অক্টোবর দিল্লিতে ধর্না কর্মসূচি পালন করেছে তৃণমূল৷ সেই সময় সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে বিজেপির রাজ্য সভাপতি তথা বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদার বলেছিলেন, ‘‘রাজ্যের ভাণ্ডার শূন্য। তাই দিল্লিতে দৌড়াদৌড়ি হচ্ছে চুরি করার টাকা যেন কেন্দ্র দেয়। চুরি করতে আমরা দেব না। চুরি বন্ধ করুন। সুকান্ত মজুমদার একটা ফোন করে দেবে। টাকা চলে আসবে। চিন্তার কিছু নেই।’’

advertisement

আরও পড়ুন: এবার কি শরতের ঝকঝকে আকাশের দেখা মিলবে? নাকি সেই ঘূর্ণাবর্তের কালো মেঘ! দেখে নিন লেটেস্ট ওয়েদার আপডেট

শনিবার রাজভবনের সামনের ধর্না মঞ্চ থেকে সুকান্ত মজুমদারের সেই মন্তব্যকেই হাতিয়ার করেন অভিষেক৷ বিজেপি-র রাজ্য সভাপতি জব কার্ড হোল্ডারদের বকেয়া চাওয়ার পরামর্শ দেন তিনি। বলেন, ‘‘সুকান্ত নিজে বলেছেন, আমি ফোন করে দেব টাকা চলে আসবে। যাঁদের টাকা আটকে রেখেছেন, তাঁদের অনুরোধ করব সুকান্ত মজুমদারের ফোন নম্বরে সবাই ফোন করুন। কেউ কু’কথা বলবেন না। বলুন, আপনার এত ক্ষমতা আমরা জানতামই না। আমাদের দু’বছর ধরে বেতন বন্ধ। আপনি টাকাটা আনিয়ে দিন ফোন করে।’’

advertisement

এ প্রসঙ্গে প্রতিক্রিয়া দিতে গিয়ে সুকান্ত মজুমদার বলেন, ‘‘অভিষেক আমার নম্বর পাবলিক করেছেন ভাল কথা। তার আগে নিজের নম্বরটা পাবলিক করুন। অভিষেককে বলব নিজের পার্সোনাল নম্বরটা দিয়ে দিতে। তৃণমূল কর্মীরা যেন মামলার খরচ পায়।’’

আরও পড়ুন: পুজোর আগেই তৈরি হচ্ছে বুধাদিত্য যোগ! এই তিন রাশি দু’হাতে রোজগার করবে টাকা

advertisement

আর এর কিছুক্ষণ পরে নিজের সোশ্যাল মিডিয়ায় সুকান্ত মজুমদার লেখেন, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পরামর্শ মতো তাঁকে ফোন করেছিলেন হুগলির এক সাধারণ মানুষ৷ কিন্তু, টাকা চাওয়া নয়, উল্টে অনুরোধ করে বলেছেন যে, ‘কেন্দ্র যেন কোনও অবস্থাতেই রাজ্যকে টাকা না দেয়৷ তাহলেই ফের চুরি করবে তৃণমূলীরা।’

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

সেই কথোপকথনের অডিও ক্লিপও প্রকাশ্যে আনেন সুকান্ত৷ যদিও সেই অডিও ক্লিপের সত্যতা যাচাই করেনি নিউজ ১৮ বাংলা৷ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সোশ্যাল মিডিয়ার ট্যাগ করে তাঁকে নিশানা করে বিজেপির রাজ্য সভাপতির মন্তব্য, ‘আমার ফোন নম্বর পাবলিক করে ব্যুমেরাং হল’।

বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Sukanta Majumdar: অভিষেকের নির্দেশে সুকান্তর ফোন নম্বর পাবলিক! ‘বুমেরাং' হল, অভিষেককে নিশানা করে খোঁচা সুকান্ত মজুমদারের 
Open in App
হোম
খবর
ফটো
লোকাল