১০০ দিনের কাজের বকেয়া আদায়ের দাবিতে গত ২ ও ৩ অক্টোবর দিল্লিতে ধর্না কর্মসূচি পালন করেছে তৃণমূল৷ সেই সময় সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে বিজেপির রাজ্য সভাপতি তথা বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদার বলেছিলেন, ‘‘রাজ্যের ভাণ্ডার শূন্য। তাই দিল্লিতে দৌড়াদৌড়ি হচ্ছে চুরি করার টাকা যেন কেন্দ্র দেয়। চুরি করতে আমরা দেব না। চুরি বন্ধ করুন। সুকান্ত মজুমদার একটা ফোন করে দেবে। টাকা চলে আসবে। চিন্তার কিছু নেই।’’
advertisement
শনিবার রাজভবনের সামনের ধর্না মঞ্চ থেকে সুকান্ত মজুমদারের সেই মন্তব্যকেই হাতিয়ার করেন অভিষেক৷ বিজেপি-র রাজ্য সভাপতি জব কার্ড হোল্ডারদের বকেয়া চাওয়ার পরামর্শ দেন তিনি। বলেন, ‘‘সুকান্ত নিজে বলেছেন, আমি ফোন করে দেব টাকা চলে আসবে। যাঁদের টাকা আটকে রেখেছেন, তাঁদের অনুরোধ করব সুকান্ত মজুমদারের ফোন নম্বরে সবাই ফোন করুন। কেউ কু’কথা বলবেন না। বলুন, আপনার এত ক্ষমতা আমরা জানতামই না। আমাদের দু’বছর ধরে বেতন বন্ধ। আপনি টাকাটা আনিয়ে দিন ফোন করে।’’
এ প্রসঙ্গে প্রতিক্রিয়া দিতে গিয়ে সুকান্ত মজুমদার বলেন, ‘‘অভিষেক আমার নম্বর পাবলিক করেছেন ভাল কথা। তার আগে নিজের নম্বরটা পাবলিক করুন। অভিষেককে বলব নিজের পার্সোনাল নম্বরটা দিয়ে দিতে। তৃণমূল কর্মীরা যেন মামলার খরচ পায়।’’
আরও পড়ুন: পুজোর আগেই তৈরি হচ্ছে বুধাদিত্য যোগ! এই তিন রাশি দু’হাতে রোজগার করবে টাকা
আর এর কিছুক্ষণ পরে নিজের সোশ্যাল মিডিয়ায় সুকান্ত মজুমদার লেখেন, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পরামর্শ মতো তাঁকে ফোন করেছিলেন হুগলির এক সাধারণ মানুষ৷ কিন্তু, টাকা চাওয়া নয়, উল্টে অনুরোধ করে বলেছেন যে, ‘কেন্দ্র যেন কোনও অবস্থাতেই রাজ্যকে টাকা না দেয়৷ তাহলেই ফের চুরি করবে তৃণমূলীরা।’
সেই কথোপকথনের অডিও ক্লিপও প্রকাশ্যে আনেন সুকান্ত৷ যদিও সেই অডিও ক্লিপের সত্যতা যাচাই করেনি নিউজ ১৮ বাংলা৷ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সোশ্যাল মিডিয়ার ট্যাগ করে তাঁকে নিশানা করে বিজেপির রাজ্য সভাপতির মন্তব্য, ‘আমার ফোন নম্বর পাবলিক করে ব্যুমেরাং হল’।