Astrology: পুজোর আগেই তৈরি হচ্ছে বুধাদিত্য যোগ! এই তিন রাশি দু’হাতে রোজগার করবে টাকা

Last Updated:
একই রাশিতে দুই গ্রহের উপস্থিতি দারুণ লাভজনক হতে চলেছে ৩ রাশির জাতকের ক্ষেত্রে৷ দুর্গাপুজোটা এঁদের খুবই আনন্দে কাটবে৷ ১৯ অক্টোবর থেকে কাদের ভাল সময় আসছে?
1/5
বুধ এবং সূর্যের বুধাদিত্য যোগ সুখ-স্বাচ্ছন্দ্যে ভরিয়ে তুলতে চলেছে ৩ রাশির জীবন৷ বর্তমানে দু’টি গ্রহেরই কন্যারাশিতে গোচর চলছে৷ জ্যোতিষ বিশেষজ্ঞেরা জানাচ্ছেন, আগামী ১৮ অক্টোবর কন্যা রাশি থেকে বেরিয়ে তুলা রাশিতে প্রবেশ করতে চলেছে সূর্য৷ আর তার পরের দিনই তুলা রাশিতে বুধের গোচর৷
বুধ এবং সূর্যের বুধাদিত্য যোগ সুখ-স্বাচ্ছন্দ্যে ভরিয়ে তুলতে চলেছে ৩ রাশির জীবন৷ বর্তমানে দু’টি গ্রহেরই কন্যারাশিতে গোচর চলছে৷ জ্যোতিষ বিশেষজ্ঞেরা জানাচ্ছেন, আগামী ১৮ অক্টোবর কন্যা রাশি থেকে বেরিয়ে তুলা রাশিতে প্রবেশ করতে চলেছে সূর্য৷ আর তার পরের দিনই তুলা রাশিতে বুধের গোচর৷
advertisement
2/5
একই রাশিতে দুই গ্রহের উপস্থিতি দারুণ  লাভজনক হতে চলেছে ৩ রাশির জাতকের ক্ষেত্রে৷ দুর্গাপুজোটা এঁদের খুবই আনন্দে কাটবে৷ ১৯ অক্টোবর থেকে কাদের ভাল সময় আসছে?
একই রাশিতে দুই গ্রহের উপস্থিতি দারুণ লাভজনক হতে চলেছে ৩ রাশির জাতকের ক্ষেত্রে৷ দুর্গাপুজোটা এঁদের খুবই আনন্দে কাটবে৷ ১৯ অক্টোবর থেকে কাদের ভাল সময় আসছে?
advertisement
3/5
 কন্যা রাশি: এই সময় আপনার অর্থ ভাগ্য ভাল৷ কোথাও দীর্ঘদিন ধরে আটকে থাকা টাকা হঠাৎ ফেরত পেয়ে যেতে পারেন৷ এই সময়ে ব্যবসায়ীরাও আকস্মিক ধনলাভ করতে পারেন৷ অর্থ সঞ্চয়ের জন্যেও এটি শুভ সময়৷ এর ফলে এই সময়ে আপনার আর্থিক পরিস্থিতি মজবুত হবে৷
কন্যা রাশি: এই সময় আপনার অর্থ ভাগ্য ভাল৷ কোথাও দীর্ঘদিন ধরে আটকে থাকা টাকা হঠাৎ ফেরত পেয়ে যেতে পারেন৷ এই সময়ে ব্যবসায়ীরাও আকস্মিক ধনলাভ করতে পারেন৷ অর্থ সঞ্চয়ের জন্যেও এটি শুভ সময়৷ এর ফলে এই সময়ে আপনার আর্থিক পরিস্থিতি মজবুত হবে৷
advertisement
4/5
ধনু রাশি: বুধাদিত্য যোগের দৌলতে দুর্গাপুজোর সময় এই রাশির জাতকদের হঠাৎ করেই রোজগার বাড়তে পারে৷ ধনু রাশির ব্যবসায়ীদের জন্যেও এটি শুভ সময়৷ কোনও নতুন কিছু পরিকল্পনা করলে, সাফল্য আসবে৷ পরিবারের সঙ্গে সুখের সময় কাটবে ৷ স্বাস্থ্যগত কোনও সমস্যা থাকলেও তা কাটিয়ে উঠবেন এই সময়৷
ধনু রাশি: বুধাদিত্য যোগের দৌলতে দুর্গাপুজোর সময় এই রাশির জাতকদের হঠাৎ করেই রোজগার বাড়তে পারে৷ ধনু রাশির ব্যবসায়ীদের জন্যেও এটি শুভ সময়৷ কোনও নতুন কিছু পরিকল্পনা করলে, সাফল্য আসবে৷ পরিবারের সঙ্গে সুখের সময় কাটবে ৷ স্বাস্থ্যগত কোনও সমস্যা থাকলেও তা কাটিয়ে উঠবেন এই সময়৷
advertisement
5/5
মকর রাশি: বুধাদিত্য যোগ মকর রাশির জাতকদের জন্য অত্যন্ত শুভ৷ এই সময় চাকরিতে পদোন্নতির সম্ভাবনা থাকে৷ ব্যবসায় দারুণ লাভের যোগ রয়েছে৷ রোজগার বাড়বে৷ হঠাৎ করেই আসবে একাধিক দারুণ সুযোগ৷ নিজের কাজকর্মও সফলভাবে সুসম্পন্ন হবে৷  (Disclaimer: এই প্রতিবেদনে থাকা তথ্যের সত্যতা নিউজ ১৮ নিশ্চিত করে না৷ প্রয়োজনে বিশেষজ্ঞের পরামর্শ নিন৷)
মকর রাশি: বুধাদিত্য যোগ মকর রাশির জাতকদের জন্য অত্যন্ত শুভ৷ এই সময় চাকরিতে পদোন্নতির সম্ভাবনা থাকে৷ ব্যবসায় দারুণ লাভের যোগ রয়েছে৷ রোজগার বাড়বে৷ হঠাৎ করেই আসবে একাধিক দারুণ সুযোগ৷ নিজের কাজকর্মও সফলভাবে সুসম্পন্ন হবে৷ (Disclaimer: এই প্রতিবেদনে থাকা তথ্যের সত্যতা নিউজ ১৮ নিশ্চিত করে না৷ প্রয়োজনে বিশেষজ্ঞের পরামর্শ নিন৷)
advertisement
advertisement
advertisement