জলপাইগুড়ি জেলা আদালতে মোট ৪টি মামলার মধ্যে তিনটি মামলায় বৃহস্পতিবার জামিন পান সারদা কর্তা সুদীপ্ত সেন। জলপাইগুড়ি জেলা আদালতে মোট ৪ টি মামলা চলছিল সুদীপ্ত সেনের বিরুদ্ধে। এর মধ্যে ৩টি ছিল ভক্তিনগড় থানার অধীনে, একটি ছিল জলপাইগুড়ি কোতোয়ালি থানার অধীনে। বৃহস্পতিবার জলপাইগুড়ি আদালতে ৪ টি মামলাই উঠেছিল। এর মধ্যে ৩ টি মামলায় জামিন পান সুদীপ্ত সেন। বাকি ১টি মামলা আলিপুর সিবিআই আদালতে স্থানান্তরিত হল।
advertisement
২০১৩ ও ২০১৪ সালের এই মামলাগুলি ছিল সুদীপ্ত সেনের বিরুদ্ধে। বৃহস্পতিবার জলপাইগুড়ি জেলা আদালতের মুখ্য বিচার বিভাগীয় আদালতে এই মামলার শুনানি হয়। এজন্য কলকাতা থেকে সারদা কর্তা সুদীপ্ত সেনকে আনা হয়েছিল জলপাইগুড়ি। তার বিরুদ্ধে ভক্তিনগর থানায় ছিল তিনটি মামলা এবং জলপাইগুড়ি কোতোয়ালি থানায় ছিল একটি মামলা। এর মধ্যে ভক্তিনগর থানার মামলাটিতে যেহুতু সিবিআই চার্জসিট দিয়ে দিয়েছে, তাই বিচারক মামলাটি আলিপুর সিবিআই কোর্টে স্থানান্তর করার নির্দেশ দিয়েছেন।
আরও পড়ুন, চিটফান্ড মামলায় জলপাইগুড়ি আদালতে জামিন পেলেন সুদীপ্ত সেন
আরও পড়ুন, সিবিআই নয়, সুদীপ্ত সেনের চিঠি নিয়ে তদন্ত করবে রাজ্য পুলিশই! জানালো হাইকোর্ট
বাকি তিনটি মামলায় বিচারক সুদীপ্ত সেনকে জামিন দিয়েছেন। এই মামলাগুলিতে সুদীপ্ত সেনের সঙ্গে অভিযুক্ত ছিলেন কুণাল ঘোষ, দেবযানী মুখ্যপাধ্যায়। এদের জামিন আগেই হয়ে গিয়েছিল বলে জানিয়েছেন সুদীপ্ত সেনের আইনজীবী।
শান্তনু কর