প্রকল্পের কাজে গতি আনতে প্রতি মাসে কলকাতায় রিভিউ মিটিং হবে। বৈঠকে থাকতে চান GTA চেয়ারম্যান বিনয় তামাংও। পাশাপাশি, এজি বেঙ্গলের মতো সংস্থাকে দিয়ে বিমল গুরুঙের সময়ে জিটিএ-র কাজের অডিটের দাবিও উঠেছে। আগামী শীতে দার্জিলিঙে আন্তর্জাতিক পর্যটন উৎসবেরও আয়োজন হচ্ছে।
নবান্নের এই বরাদ্দে খুশি জিটিএ। ওই টাকা এলাকার নানা উন্নয়ন প্রকল্পে খরচ করতে চায় জিটিএ।
advertisement
পাহাড়ে উন্নয়নের নকশা
- এলাকার গ্রামীণ রাস্তা নির্মাণ
- জেলা হাসপাতালের আধুনিকীকরণ
- ঘরে ঘরে পানীয় জলের ব্যবস্থা করা
- প্রকল্পের কাজে গতি আনতে প্রতি মাসে কলকাতায় রিভিউ মিটিং
- বৈঠকে থাকতে চান জিটিএ চেয়ারম্যান বিনয় তামাংও
- আগামী শীতে দার্জিলিঙে আন্তর্জাতিক পর্যটন উৎসবেরও আয়োজন হচ্ছে
এর পাশাপাশি, এজি বেঙ্গলের মতো সংস্থাকে দিয়ে বিমল গুরুঙের সময়ে জিটিএ-র কাজের অডিটের দাবিও উঠেছে। পরিস্থিতি সেদিকে মোড় নিলে গুরুঙের উপর চাপ আরও বাড়বে।