TRENDING:

Stampede at a vaccination camp in Dhupguri: ভ্যাকসিন নিতে গিয়ে পদপিষ্ট অনেকে, ছিঁড়ল কান! চরম বিশৃঙ্খলায় ধুপগুড়িতে আহত ২৬

Last Updated:

দুরামারির চন্দ্রকান্ত হাইস্কুলে করোনার টিকা দেওয়ার শিবিরের আয়োজন করা হয়৷ এ দিন সকাল থেকেই ভ্যাকসিন পাওয়ার আশায় স্কুলের গেটের বাইরে বহু মানুষ ভিড় করেন (Stampede at a vaccination camp in Dhupguri)৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#ধুপগুড়ি: ভ্যাকসিন নেওয়াকে কেন্দ্র করে চরম বিশৃ্ঙ্খলা জলপাইগুড়ির ধুপগুড়ির দুরামারিতে৷ ভ্যাকসিন নেওয়ার হুড়োহুড়িতে পদপিষ্ট হয়ে আহত হলেন অন্তত ২৬ জন৷ তাঁদের মধ্যে বেশ কয়েকজন মহিলাও রয়েছেন৷ পদপিষ্ট হয়ে এবং ধাক্কাধাক্কির জেরে কয়েকজন মহিলাও গুরুতর আহত হয়েছেন৷ ধাক্কাধাক্কির মধ্যে পড়ে বেশ কয়েকজন মহিলার কান ছিঁড়ে রক্ত পড়তে থাকে৷আহতদের উদ্ধার করে প্রথমে দুরামারি স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়৷ সেখান থেকে কয়েকজনকে জলপাইগুড়ি সদর হাসপাতালে পাঠানো হয়৷ আহতদের মধ্যে তিন থেকে চারজনের অবস্থা আশঙ্কাজনক৷
advertisement

দুরামারির চন্দ্রকান্ত হাইস্কুলে করোনার টিকা দেওয়ার শিবিরের আয়োজন করা হয়৷ এ দিন সকাল থেকেই ভ্যাকসিন পাওয়ার আশায় স্কুলের গেটের বাইরে বহু মানুষ ভিড় করেন৷ সকাল দশটা নাগাদ গেট খুলতেই সবাই একসঙ্গে হুড়মুড়িয়ে ভিতরে ঢুকে পড়ার চেষ্টা করেন৷ যার জেরে চূড়ান্ত বিশৃঙ্খলা তৈরি হয়৷ ধাক্কাধাক্কির জেরে পুরুষ, মহিলা অনেকেই মাটিতে পড়ে যান৷ প্রবল ধাক্কাধাক্কিতে তাঁদের উপরেই পড়ে যান অনেকে৷ আবার মাটিতে পড়ে থাকা মানুষকে মাড়িয়েই অনেকে ভিতরে প্রবেশের চেষ্টা করেন৷ ফলে পদপিষ্ট হন বেশ কয়েকজন৷

advertisement

এরই মধ্যে প্রবল ধাক্কাধাক্কিতে বেশ কয়েকজন মহিলার কান কেটে যায়৷ কয়েক জন মহিলার কানের দুল পরার অংশ ছিঁড়ে গিয়ে গল গল করে রক্ত ঝরতেও দেখা যায়৷ এলাকার বাসিন্দাদের অভিযোগ, পুলিশ প্রশাসনের গাফিলতির কারণেই এই বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয়৷

পদপিষ্ট হওয়ার ঘটনার পর ঘটনাস্থল পরিদর্শনে আসেন জলপাইগুড়ির পুলিশ সুুপার দেবর্ষি দত্ত৷ প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে, স্কুলে যে ভ্যাকসিনের শিবির হবে স্কুল কর্তৃপক্ষই তা জানত না৷ ফলে সকাল থেকে স্কুলের গেটও বন্ধ ছিল৷ গেটের বাইরে দীর্ঘক্ষণ অপেক্ষা করে সাধারণ মানুষ অধৈর্য হয়ে ওঠেন৷ গেট খুলতেই হুড়মুড়িয়ে ভিতরে ঢোকার চেষ্টা করেন তাঁরা৷

advertisement

যদিও জেলা প্রশাসনের তরফে সহকারী জেলাশাসক বিবেক ভাসমে দাবি করেন, ভ্যাকসিন শিবিরের কথা স্কুল কর্তৃপক্ষকে জানানো হয়েছিল৷ টিকা দেওয়ার জন্যও কুপনও বিলি করা হয়৷ কিন্তু যে সংখ্যক কুপন বিলি করা হয়েছিল, তার থেকে বেশি সংখ্যক মানুষ টিকা নিতে চলে আসেন৷ যার জেরেই বিশৃঙ্খলা তৈরি হয়৷ এ দিনের ঘটনায় যথেষ্ট উদ্বিগ্ন নবান্নও৷ ভিড় নিয়ন্ত্রণে পুলিশ, প্রশাসনকে আরও উদ্যোগী হতে নির্দেশ দেওয়া হয়েছে৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
শীতের মরশুম এলেই গৃহবধূদের উপরি রোজগার! সংসার সামলে ছুটছেন মোয়ার দোকানে
আরও দেখুন

Rocky Chowdhury

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Stampede at a vaccination camp in Dhupguri: ভ্যাকসিন নিতে গিয়ে পদপিষ্ট অনেকে, ছিঁড়ল কান! চরম বিশৃঙ্খলায় ধুপগুড়িতে আহত ২৬
Open in App
হোম
খবর
ফটো
লোকাল