ইন্দো-নেপাল সীমান্ত দিয়ে ফের নারী পাচারের চেষ্টা। গত ১ অগস্ট সাতজন তরুণীকে পাচার করা হচ্ছিল। এসএসবি-এর নিরাপত্তারক্ষীরা এই পাচারের ছক ভেস্তে দেয়। এরপর রবিবার ফের এক নাবালিকাকে পাচার থেকে ঠেকাল এসএসবি। উদ্ধার হওয়া নাবালিকা অসমের বাসিন্দা। ওই নাবালিকাকে ফুসলিয়ে নেপালে পাচারের আগে আটকে দেওয়া হয়। খড়িবাড়ির পানিট্যাঙ্কি সীমান্তে গ্ৰেফতার করা হয় এক পাচারকারীকে।
advertisement
আরও পড়ুন: সামশেরগঞ্জ, লালগোলার পর রঘুনাথগঞ্জ! নদী ভাঙনের তালিকায় আরও এক নাম
ধৃতের নাম সন্দেশ রাই, নেপালের মেচিনগরের বাসিন্দা। এসএসবি সূত্রে খবর, অসমের ওই নাবালিকা তার দাদার সাথে বেঙ্গালুরুতে থাকত। সেখানেই ধৃতের সঙ্গে পরিচয় হয়। দাদার অনুপস্থিতির সুযোগ নিয়ে বেঙ্গালুরু থেকে ফুসলিয়ে ওই নাবালিকাকে নেপাল সীমান্তে নিয়ে আসা হয়। এরপর নেপালে ঢোকার চেষ্টা করছিল ধৃত।
আরও পড়ুন: জ্বলন্ত ধুনুচি মাথায় মহিলাদের সর্প দেবীর আরাধনা! একমাত্র এখানেই দেখতে পাবেন
সীমান্তে টহলরত এসএসবি জওয়ানদের নজরে পড়ে বিষয়টি। সন্দেহ হলে দু’জনের পরিচয়পত্র খতিয়ে দেখে। আর তখনই গোটা ঘটনাটা সামনে আসে। আর তাতেই ভেস্তে যায় পাচারের ছক। এসএসবির অভিযোগের ভিত্তিতে নেপালের ওই যুবককে গ্ৰেফতার করে পুলিশ।