কখনও দড়ির সাহায্যে, কখনও বোল্ডারের ভরসায়। কোনও দেওয়ালের উচ্চতা বারো মিটার, তো কোনওটার পাঁচ মিটার। সেরার সম্মান পেতে দেওয়াল বেয়ে তার মাথায় উঠলেন ক্লাইম্বাররা।
তিরিশ বছর পার করলেও অলিম্পিকের আসরে একেবারেই আনকোরা স্পোর্ট ক্লাইম্বিং। তারই আসর বসেছিল দার্জিলিঙের হিমালয়ান মাউন্টেয়ারিং ইন্সটিটিউটে। তিনদিনের সর্বভারতীয় স্পোর্ট ক্লাইম্বিং প্রতিযোগিতার বারোটি বিভাগে ছিল ছত্রিশটি মেডেল। প্রতিযোগিতায় যোগ দিলেন ২২৮ জন। পরিচালনার দায়িত্বে ছিল ইস্টার্ন মাউন্টেয়ারিং ফাউন্ডেশন।
advertisement
এমন আয়োজন তরুণদের মধ্যে পর্বতারোহণের উৎসাহ বাড়াবে বলেই আশা উদ্যোক্তাদের। ভবিষ্যতে তাই আরও বেশি করে এই ধরনের প্রতিযোগিতা করতে চান তাঁরা।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
June 25, 2019 2:03 PM IST