TRENDING:

পাহাড়ই নেশা, দার্জিলিঙে আয়োজিত স্পোর্ট ক্লাইম্বিং প্রতিযোগিতায় যোগ দিতে হাজির ২২৮ জন

Last Updated:
impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#দার্জিলিঙ: দার্জিলিঙের হিমালয়ান মাউন্টেনিয়ারিং ইন্সটিটিউটে হয়ে গেল স্পোর্ট ক্লাইম্বিংয়ের আসর। তিন দিনের প্রতিযোগিতায় যোগ দিলেন দেশের নানা প্রান্তের ২২৮ জন প্রতিযোগী। পরিচালনায় ছিল ইস্টার্ন মাউন্টেনিয়ারিং ফাউন্ডেশন।
advertisement

কখনও দড়ির সাহায্যে, কখনও বোল্ডারের ভরসায়। কোনও দেওয়ালের উচ্চতা বারো মিটার, তো কোনওটার পাঁচ মিটার। সেরার সম্মান পেতে দেওয়াল বেয়ে তার মাথায় উঠলেন ক্লাইম্বাররা।

তিরিশ বছর পার করলেও অলিম্পিকের আসরে একেবারেই আনকোরা স্পোর্ট ক্লাইম্বিং। তারই আসর বসেছিল দার্জিলিঙের হিমালয়ান মাউন্টেয়ারিং ইন্সটিটিউটে। তিনদিনের সর্বভারতীয় স্পোর্ট ক্লাইম্বিং প্রতিযোগিতার বারোটি বিভাগে ছিল ছত্রিশটি মেডেল। প্রতিযোগিতায় যোগ দিলেন ২২৮ জন। পরিচালনার দায়িত্বে ছিল ইস্টার্ন মাউন্টেয়ারিং ফাউন্ডেশন।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

এমন আয়োজন তরুণদের মধ্যে পর্বতারোহণের উৎসাহ বাড়াবে বলেই আশা উদ্যোক্তাদের। ভবিষ্যতে তাই আরও বেশি করে এই ধরনের প্রতিযোগিতা করতে চান তাঁরা।

বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
পাহাড়ই নেশা, দার্জিলিঙে আয়োজিত স্পোর্ট ক্লাইম্বিং প্রতিযোগিতায় যোগ দিতে হাজির ২২৮ জন