এরপরেই রোগীর শারীরিক অবস্থা খারাপ হতে থাকলে যা নিয়ে গঙ্গারামপুর মহকুমা হাসপাতালে রোগীর পরিবারের বিক্ষোভ শুরু হয়। পরিস্থিতি সামাল দিতে রোগীকে আশঙ্কাজনক অবস্থায় মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়। এরপরেই চিকিৎসা চলাকালীন মৃত্যু হয় ওই তরুণীর। এই ঘটনার জেরে নড়েচড়ে বসে জেলা স্বাস্থ্য দফতর। এই ঘটনার জেরে ইতিমধ্যে হাসপাতাল সুপার বাবুসোনা সাহাকে সরিয়ে নতুন সুপারের দায়িত্ব দেওয়া হয়েছে কৌশিক চক্রবর্তীকে।
advertisement
আরও পড়ুন : কালীপুজোয় হাজার হাজার প্রতিমার মানত, ভক্ত আসছেন বাংলাদেশ থেকেও! নাওয়া-খাওয়া ভুলেছেন শিল্পীরা
পাশাপাশি তিনজন স্বাস্থ্যকর্মীকে শোকজ করা হয়েছে বলে সূত্রের খবর। গঙ্গারামপুর সুপার স্পেশালিটি হাসপাতালে এদিনের এই প্রশাসনিক বৈঠকের আয়োজন করা হয়। বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্যের ক্রেতা সুরক্ষা দফতরের মন্ত্রী বিপ্লব মিত্র, জেলা মুখ্যস্বাস্থ্য আধিকারিক সুদীপ দাস, গঙ্গারামপুর মহকুমা শাসক অভিষেক শুক্লা, রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান গৌতম দাস, হাসপাতাল সুপার কৌশিক চক্রবর্তী সহ স্বাস্থ্যদফতরের অন্যান্য আধিকারিকরা।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
উল্লেখ্য, ভুল রক্ত দেওয়ার জন্য এক রোগিনীর মৃত্যু হয়েছে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে। মৃতার পরিবারের অভিযোগ, নাম বিভ্রাটের কারণে নমিতা বাগদী নামে ওই মহিলার মৃত্যু হয়েছে। যা নিয়ে হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে তীব্র ক্ষোভ উগড়ে দিয়েছেন তাঁর পরিবারের সদস্যরা। আর সেই একই ধরনের ঘটনা সামনে এসেছে গঙ্গারামপুর মহকুমা হাসপাতালে। তারফলে রোগী পরিবারের সদস্যদের মধ্যে চিন্তা বাড়ছে। বিশেষ করে বিভিন্ন প্রোজনে যে সমস্ত রোগীদের রক্ত দিতে হচ্ছে, এমন ঘটনার পর তাঁদের পরিবারের চিন্তা কয়েকগুন বেড়ে গিয়েছে।






