আরও পড়ুন: অবশেষে বচ্চন মণ্ডলের 'খুনি' পুলিশের জালে, গ্রেফতার ২
প্রসঙ্গত, সম্প্রতি মায়ের বিবাহ বহির্ভূত সম্পর্ক জেনে ফেলায় খুন হতে হয়েছিল সন্তানকে! উত্তর দিনাজপুরের করণদিঘিতে ইটভাটা থেকে এক শিশুর মৃতদেহ উদ্ধারের ঘটনায় এমনই অভিযোগ সামনে এসেছিল। খুনের অভিযোগে এক ব্যক্তি ও শিশুর মাকে গ্রেফতার করেছিল পুলিশ। পুলিশ সূত্রে দাবি, ধৃত ব্যক্তি জেরায় খুনের কথা স্বীকার করেছেন।
advertisement
আরও পড়ুন: রণবীর-আলিয়ার 'ব্রহ্মাস্ত্র'-এ রয়েছেন দীপিকা পাড়ুকোন? ভক্তমহলে তুমুল উন্মাদনা
এখানেই শেষ নয়, কলকাতাও সম্প্রতি সাক্ষী থেকেছে এমনই অমানবিক ঘটনার। বেলেঘাটায় শিশু খুনে অভিযুক্ত হয়েছিলেন মা৷ নিজেই সেকথা স্বীকার করে নিয়েছিলেন তিনি। প্রথমে শিশুকে গলা টিপে খুন করতে যান মা৷ কিন্তু শিশুটি চিৎকার করে কাঁদতে থাকলে তার মুখে লিউকোপ্লাস্ট দিয়ে আটকে দেন জন্মদাত্রী৷ তারপর তাকে হত্যা করে ম্যানহোলে ফেলে দেন তিনি৷ বাড়ি ফাঁকা থাকার সুযোগে শিশুকে খুন করেন তিনি এবং ঘটনা ধামাচাপা দিতে অপহরণের নাটক করেন৷ ধীরেধীরে বিষয়টি সামনে আসে।
অনুপ সান্যাল