পরিবার সূত্রে জানা গিয়েছে, পথ দুর্ঘটনায় মৃত যুবকের নাম অরিন্দম চৌধুরী, বয়স ২৫ বছর। তাঁর বাবার নাম অসীম চৌধুরী। দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর থানার দুর্গাবাড়ি পাড়া এলাকায় যুবকের বাড়ি।
advertisement
জানা গিয়েছে, গতকাল রাতে ঘটনাটি ঘটে। অরিন্দম ও তাঁর এক বন্ধু বাইক নিয়ে ঘুরতে বেরিয়েছিলেন। তপন থেকে ঘুরে বাড়ি ফেরার পথে তপন থানার ডকলাইন এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে বাইকটি একটি কালভার্টে ধাক্কা মারে। এর জেরে ছিটকে পড়ে মাথায় আঘাত লাগে। গুরুতর আহত হন অরিন্দম ও তাঁর বন্ধু।
এই ঘটনা দেখতে পেয়ে এলাকাবাসীরা ঘটনাস্থলে ছুটে আসেন। তাঁরা আহত অবস্থায় দুই যুবককে উদ্ধার করে গঙ্গারামপুর সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যান। তবে শেষরক্ষা হয়নি। সেখানে কর্তব্যরত চিকিৎসকেরা অরিন্দমকে মৃত বলে ঘোষণা করেন। এই খবর পেয়ে কান্নায় ভেঙে পড়েন যুবকের পরিবার ও এলাকাবাসীরা।
