TRENDING:

South Dinajpur News: 'আমাদের পাড়া, আমাদের সমাধান' শিবিরেই মুশকিল আসান! বালুরঘাটে নতুন রাস্তা আর নিকাশি নালা হচ্ছে একসঙ্গে

Last Updated:

South Dinajpur News: 'আমাদের পাড়া, আমাদের সমাধান' প্রকল্পে বালুরঘাটে শুরু হল রাস্তা এবং নিকাশি নালা নির্মাণের কাজ। খরচ হবে ৬.৩৭ লক্ষ টাকা।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
বালুরঘাট, উত্তর দিনাজপুর, অনুপ সান্যাল: ‘আমাদের পাড়া, আমাদের সমাধান’ প্রকল্পে বালুরঘাট শহরে উন্নয়ন শুরু। ৬.৩৭ লক্ষ টাকায় রাস্তা এবং নিকাশী নালা নির্মাণের কাজ শুরু হল। রাজ্যের ‘আমাদের পাড়া, আমাদের সমাধান’ প্রকল্পের পরামর্শ অনুযায়ী বালুরঘাট পৌরসভায় শুরু হয়েছে উন্নয়নমূলক কাজ।
কাজের সূচনা
কাজের সূচনা
advertisement

জানা গিয়েছে, মোট ২০টি প্রকল্পে ১ কোটি ২৯ লক্ষ টাকার ওয়ার্ক অর্ডার ইতিমধ্যেই দেওয়া হয়েছে। এরই অংশ হিসেবে ১ নম্বর ওয়ার্ডের পাওয়ার হাউজপাড়ায় দুটি রাস্তা ও একটি নিকাশি নালা নির্মাণের কাজ শুরু হয়েছে। বহুদিন ধরেই এই এলাকায় জন যন্ত্রণা ও নিকাশি নালা নিয়ে অভিযোগ ছিল স্থানীয়দের। এবার সেই সমস্যা দূরীকরণে উদ্যোগী হয়েছে প্রশাসন।

advertisement

আরও পড়ুন : কৃষকদের খরচ কমে অর্ধেক, ধান কাটা জমিতে চাষ না দিয়েই সরষে রোপন! কৃষি দফতরের মেশিনে কামাল

এছাড়াও এলাকায় দুটি রাস্তা তৈরি হবে। স্থানীয় বাসিন্দাদের দাবি অনুযায়ী এই কাজের জন্য ব্যয় ধরা হয়েছে ৬ লক্ষ ৩৭ হাজার ৯৯৩ টাকা। ইতিমধ্যে কাজের সূচনা হয়ে গিয়েছে পৌরসভার চেয়ারম্যান অশোক মিত্রের হাতে। তাঁর বক্তব্য, মানুষের পরামর্শকে প্রাধান্য দিয়েই প্রকল্পগুলির বাস্তবায়ন করা হচ্ছে। ধাপে ধাপে আরও উন্নয়নমূলক কাজ শুরু হবে বলে জানানো হয়েছে।

advertisement

আরও পড়ুন : দু’মাসও গেল না, বোলপুরের বিভিন্ন জায়গায় বিকল সিসিটিভি! ভরা পর্যটনের মরশুমে বাড়ছে দুষ্কৃতী দৌরাত্ম্য 

সেরা ভিডিও

আরও দেখুন
শীতের শুরুতেই দিঘায় জমজমাট ক্রিকেট ফেস্টিভ্যাল, পর্যটকরাও থমকে দেখছেন টানটান খেলা
আরও দেখুন

খুব স্বাভাবিকভাবে দাবি পূরণের জন্য খুশি এলাকার সাধারণ মানুষ। তাদের বক্তব্য, এলাকায় নিকাশি নালার সমস্যার কারণে দুর্ভোগ পোহাতে হয়েছে এলাকাবাসীকে। বর্ষাকালে সমস্যা আরও প্রকট হত। এবার সেই সমস্যা থেকে মুক্তি মিলবে। পাশাপাশি, দুটি রাস্তা তৈরি হওয়ার ফলে স্থানীয়দের অনেক সুবিধা হবে।

advertisement

বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
South Dinajpur News: 'আমাদের পাড়া, আমাদের সমাধান' শিবিরেই মুশকিল আসান! বালুরঘাটে নতুন রাস্তা আর নিকাশি নালা হচ্ছে একসঙ্গে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল