রাজ্যের মন্ত্রী বিপ্লব মিত্রের প্রচেষ্টায় বুনিয়াদপুর পৌর এলাকায় আরএমসি কর্তৃক এই মার্কেট কমপ্লেক্স টি নির্মাণ হয়। এই রিটেল মার্কেট কমপ্লেক্সে মোট ৪৬ টি স্টল করা হয়েছেন। ছয়টি চাতাল এবং দুটি কমিউনিটি হল রয়েছে। এ প্রকল্পে আনুমানিক ১৩ কোটি টাকা খরচ করা হয়েছে।
আরও পড়ুন: নতুন পোর্টাল থেকে কর্মশালা! ইমাম, ফাদাররাও মেলালেন হাতে হাত! বাল্যবিবাহ ঠেকাতে অভিনব উদ্যোগ এই জেলায়
advertisement
এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গঙ্গারামপুর মহকুমা শাসক, বংশীহারী সমষ্টি উন্নয়ন আধিকারিক, বুনিয়াদপুর পুরসভার পৌর প্রশাসক কমল সরকার সহ অনেকেই।
এদিন এই অনুষ্ঠানের সভাপতিত্ব করেন দক্ষিণ দিনাজপুর জেলাশাসক বিজিন কৃষ্ণা। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হরিরামপুর বিধানসভা বিধায়ক তথা রাজ্যের ক্রেতা সুরক্ষা দফতরের মন্ত্রী বিপ্লব মিত্র। এদিন আরএমসির পক্ষ থেকে প্রত্যেক ব্যবসায়ীকে চাতালের নিজ নিজ স্থান বিতরণ করা হয়। আগামীদিন থেকে তাঁরা দোকান নিয়ে বসবেন।
সুস্মিতা গোস্বামী