ছেলেকে নিয়ে হাসপাতালে বাবা, ‘দেখুন তো ওর পেটে…’, চিকিৎসকরা পরীক্ষা করে হতবাক! এ কী…?
advertisement
বালুরঘাটে যুবক নিখোঁজ: ঠিকাদারদের বিরুদ্ধে মারধরের অভিযোগ, তদন্তে পুলিশ
জানা গেছে, মিত্তুন বর্মন (বয়স আনুমানিক ৩০), পেশায় কৃষক গুরুপদ বর্মনের বড় ছেলে। তিনি প্রায় চার বছর ধরে বিভিন্ন সময়ে ভিনরাজ্যে কাজের জন্য যেতেন। ৩ জানুয়ারি ২০২৫ তারিখে চেন্নাইয়ে কাজে যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন মিত্তুন। এরপর থেকে তার আর কোনও খোঁজ মেলেনি।
আরও পড়ুন- রাত ২টোয় মেয়ের ঘরে কে? ঘুম ভেঙে বাবা এসে ‘উঁকি’ দিতেই শিউরে ওঠেন…! ধুলোয় মিশল সব সম্মান
মিত্তুনের পরিবারের দাবি, ২০ জানুয়ারি তারিখে গ্রামের এক ব্যক্তির মাধ্যমে মিত্তুনের রক্তাক্ত অবস্থায় ট্রেনে শুয়ে থাকার একটি ছবি পান তারা। সেই ছবি দেখে তারা জানতে পারেন, ট্রেনের মধ্যেই মিত্তুনকে বেধড়ক মারধর করা হয়েছে।
ঘটনার পরেই মিত্তুনের পরিবার অভিযোগ করে যে দেবু সরকার, পুলক মণ্ডল এবং নূর নামে তিন ঠিকাদার মিত্তুনকে কাজে নিয়ে গিয়েছিলেন। তাদের বিরুদ্ধেই মারধরের অভিযোগ তোলেন পরিবারটি। তবে অভিযুক্ত ঠিকাদারেরা সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন।
বর্তমানে মিত্তুনের পরিবার তাকে ফিরে পেতে এবং দোষীদের শাস্তি চেয়ে বালুরঘাট থানায় অভিযোগ দায়ের করেছেন। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে এবং মিত্তুনের সন্ধান চালাচ্ছে।