আরও পড়ুনঃ বিকট আওয়াজ! শব্দ শুনে দৌড় স্থানীয়দের, রবিবার ভোরের মর্মান্তিক দুর্ঘটনায় মৃত ১
কোনও একটা নেমে আসছে সিড়ি দিয়ে। কোনওটা আবার লিকলিকে শরীর নিয়ে ঘুরে বেড়াচ্ছে বারান্দায়। মাঝে মধ্যে ফনা তুলে উঁকি দিচ্ছে এদিক ওদিক। স্কুল নয়, যেনো সর্প উদ্যান! সাপেদের অবাধ বিচরনে ভয়ে কাঁটা হয়ে গিয়ে ছিলেন মারোয়ারী বালিকা বিদ্যালয়ের দিদিমণি থেকে শিক্ষা কর্মীরা। ছাত্রীরা আতঙ্কিত হয়ে পড়ে এই ভেবে স্কুল ছুটির পর স্কুল বাড়ি কে পুরোপুরি সাপ মুক্ত করার সিদ্ধান্ত নেন স্কুল কর্তৃপক্ষ। সেই মতো পরিবেশ কর্মীদের সাহায্য নেন তাঁরা।
advertisement
ধারনা ছিল একটি, দুটি বড় জোড় তিনটি সাপ উদ্ধার হবে। শেষ পর্যন্ত উদ্ধার হল ত্রিশটি সাপ। সব গুলোই বিষধর গোখরো সাপের বাচ্চা। তবে বড় সাপেরা এখনও অধরা থাকায় পুরোপুরি বিপদমুক্ত মনে করছেন না স্কুল কর্তৃপক্ষ। বড় সাপেদের সঙ্গে আরও বেশ কয়েকটি বাচ্চা সাপ ও রয়েছে বলে আশঙ্কা। সেই কারনে আজ স্কুল বন্ধ রেখে ফের অভিযান চলবে।অভিযান চালাবেন পরিবেশ কর্মীরা। বন দফতরেরও সাহায্য নেওয়া হবে বলে জানাগিয়েছে।
শান্তনু কর