জানা গিয়েছে, মৃত মহিলার নাম নাজেরা বিবি (৫০)। মৃত বৃদ্ধ মহিলার পরিবারে রয়েছে স্বামী রাব্বানী শেখ। মৃত মহিলার বৌমা হাসিনা বিবি জানান, ‘বৃদ্ধ শাশুড়িকে সাপে কামড়ের পর ওঝার কাছে নিয়ে যাওয়া হয়। সেখানে ঝাড়ফুঁক করেন ওঝা। এরপর পরিবারের তাদেরকে জানানো হয় যে ঝাড়ফুঁক করার পর সমস্ত বিষ শরীর থেকে নামিয়ে দেওয়া হয়েছে। পুরোপুরি সুস্থ হয়েছেন ওই বৃদ্ধ মহিলা। ওঝার কথা মত মহিলাকে বাড়িতে আনার পর রোগীর শারীরিক অবস্থার অবনতি হয়। এরপরে হাসপাতালে আনার পরেই মৃত্যু হয় শাশুড়ির।’
advertisement
এ বিষয়ে মালদা মেডিক্যাল কলেজ হাসপাতাল অধ্যক্ষ পার্থ প্রতিম মুখোপাধ্যায় বলেন, ‘সাপে কামড়ের পর প্রাথমিকভাবে স্থানীয় হাসপাতালে নিয়ে গিয়ে রোগীকে চিকিৎসা করানো প্রয়োজন। মানুষকে সচেতন হতে হবে। আমরা নিয়মিত সচেতন মূলক কর্মসূচি করছি।’
পরিবার সূত্রে আরও জানা গিয়েছে, অন্যান্য দিনের মত পরিবারের অন্যান্য সদস্যদের সঙ্গে খাওয়া-দাওয়া করে ঘরের মেঝেতে শুয়ে পড়েন ওই মহিলা। কিছুক্ষণ পর ওই মহিলা সাপের কামড়ের পর সারা শরীরে জ্বালা হয়। এরপর ওই মহিলাকে স্থানীয় এক ওঝার কাছে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে নিয়ে আসার পরই গুরুতর অসুস্থ হওয়ায় হাসপাতালে নিয়ে গেলে মৃত্যু হয় তার।
জিএম মোমিন





