বাইচুং বলেন, "অত্যন্ত ভাল মানুষ অশোকবাবু। কাজের মানুষ অশোকবাবু। আসন্ন নির্বাচনে শিলিগুড়ির মানুষ অশোক ভট্টাচার্যকেই জয়ী করু।" মূহূর্তেই সেই ভিডিও বার্তা ভাইরাল হয়ে যায় শহরে। ঘুরতে থেকে অনেকেরই মোবাইলে। বাইচুংয়ের ভিডিও বার্তার পরে বেশ উজ্জীবিত বাম, কংগ্রেস কর্মী সমর্থকেরা। অশোক ভট্টাচার্যের সঙ্গে বাইচুং ভুটিয়ার ব্যক্তিগত সম্পর্ক বরাবরই ভাল। এবং এই সুসম্পর্ক বহুদিনের। ২০১১-র নির্বাচনে তিনি তাঁর প্রতিপক্ষ বাইচুংয়ের বিরুদ্ধে একবারের জন্যেও কোনও শব্দ খরচ করেননি। লকডাউনের সময়ে শিলিগুড়িতে এসেছিলেন বাইচুং। অশোক ভট্টাচার্যের সঙ্গে ঘুরে দুঃস্থদের হাতে ত্রাণ তুলে দিয়েছিলেন। তারপরেও শিলিগুড়িতে এসে ওঠেন অশোক ভট্টাচার্যের বাড়িতে।
advertisement
নির্বাচনে এক সময়ের প্রতিপক্ষের সমর্থনে শিলিগুড়িতে পদযাত্রায় যোগ দেবেন বাইচুং। যদিও সেই তারিখ এখনও চূড়ান্ত হয়নি। তার আগে এই ভিডিও বার্তা রাজনৈতিকভাবে যথেষ্টই তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল। অশোকবাবুকে প্রচারে কিছুটা এডভাণ্টেজ পাইয়ে দেওয়া বলে মনে করছে ভোট বিশেষজ্ঞরা। এ দিকে আজ শিলিগুড়ির বাঘাযতীন পার্কে সংযুক্ত মোর্চার প্রার্থীদের সমর্থনে জনসভা হয়। যেখানে উপস্থিত ছিলেন সিপিএমের রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র, প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী, কংগ্রেসের রাজ্যসভার সাংসদ প্রদীপ ভট্টাচার্য। সমতলের চার আসন শিলিগুড়ি, মাটিগাড়া, ফাঁসিদেওয়া এবং ডাবগ্রামের চার জোটের প্রার্থীর সমর্থনে ডাকা জনসভাতেও দু'দলের কর্মী, সমর্থকদের মনোবল চাঙ্গা করতে রাজ্য নেতারা হাজির হন। সভা থেকে আগাগোড়া একসুরে বিজেপি এবং তৃণমূলকে আক্রমণ করেন বাম এবং কংগ্রেস নেতারা। কেন জোটের সরকার জরুরী তা তুলে ধরেন।
Partha Sarkar