জানা গিয়েছে, গত শুক্রবার থেকে জল নেই। শৌচালয়ের জল নেই। খাওয়ার জলও অমিল। জল না থাকায় সমস্যায় পড়েছেন হস্টেলের শিক্ষার্থীরা। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের বিবেকানন্দ হল অব রেসিডেন্স হস্টেলে দেখা দিয়েছে তীব্র জল সংকট। অভিযোগ, চিফ ইঞ্জিনিয়ার থেকে শুরু করে রেজিস্ট্রারকে জানিয়েও লাভ হয়নি।
আরও পড়ুন : ফিরছে ৪ হাজার বছর পুরনো শিল্প! জেলার পুজো মণ্ডপে চোখধাঁধানো কাজ, দেখতে যাবেন তো?
advertisement
অভিযোগ, গত রবিবার রাতে প্রতিবাদ করতে গেলে পালিয়ে যান চিফ ইঞ্জিনিয়ার। এদিন সকাল থেকে তাঁর দেখা পাওয়া যায়নি বলেই অভিযোগ। প্রতিবাদে এদিন চিফ ইঞ্জিনিয়ার অফিসে তালা ঝুলিয়ে বিশ্ববিদ্যালয়ের ২নং গেট বন্ধ করে ক্ষোভপ্রকাশ শিক্ষার্থীদের। অভিযোগ, বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষকে জানিয়ে লাভ হয়নি। জলের সমস্যা মেটেনি।
হস্টেলের পড়ুয়াদের অভিযোগ, জল খাওয়া থেকে শুরু করে সমস্ত কাজেই অসুবিধা হচ্ছে। দূর থেকে জল আনতে হচ্ছে। তাঁদের প্রশ্ন, পড়াশোনা করব নাকি জল আনব। সাময়িক ব্যবস্থা করা হলেও সপ্তাহের প্রথমদিন জল নেই বলে অভিযোগ। তাই এই প্রতিবাদ করেন শিক্ষার্থীরা। জানা গিয়েছে, ৭০ জন শিক্ষার্থী এই হস্টেলে থাকেন। ফলে তাঁরকা সকলেই সমস্যায় পড়েছেন। জানা গিয়েছে, শুধুমাত্র এই হস্টেল নয়, মেয়েদের চম্পালা হস্টেল, গেস্ট হাউস সহ বেশকিছু অধ্যাপক কোয়ার্টারের একই সমস্যা দেখা দিয়েছে।
এই বিষয়ে ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ডঃ ভাস্কর বিশ্বাস ফোনযোগে জানিয়েছেন দুর্ভাগ্যবশত ঘটনা! বিশ্ববিদ্যালয় পূর্ব অংশে এই সমস্যা হচ্ছে। ইঞ্জিনিয়ারিং বিভাগ কাজ করেও সমস্যা ধরতে পারেনি। জল সমস্যা মেটাতে শিলিগুড়ি মেয়র সাময়িকভাবে দুটি জলের ট্যাঙ্ক দিয়েছেন। অন্যদিকে PHE ইঞ্জিনিয়ারের মাধ্যমে কথা হয়েছে তারা আসবেন। দ্রুত সমস্যা মেটানো হবে।