TRENDING:

Siliguri: ফের শিলিগুড়ি তুলে ধরলো রাজনৈতিক সৌজন্যের ছবি, গোটা রাজ্যের কাছে যা অনন্য নজির!

Last Updated:

Siliguri: জয়ী তৃণমূল কাউন্সিলরকে প্রণাম করে পুষ্পস্তবক তুলে দিয়ে শুভেচ্ছা জানালেন বিজেপি বিধায়ক! 

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#শিলিগুড়ি: রাজনৈতিক সংস্কৃতির শহর শিলিগুড়ি। এর আগেও বহুবার এর উদাহরণ দেখে এসছে শহরবাসী। সদ্য সমাপ্ত পুরভোটেও তা দেখেছে গোটা শহর। কলকাতা-সহ রাজ্যের অন্য প্রান্তে নির্বাচনের সময় বিরোধ বা হিংসার ছবি যা দেখা গিয়েছে, শিলিগুড়িতে সেসব নেই বলে দাবি করেছেন এই শহরের একাংশের বাসিন্দা। শান্তিপূর্ণ, অবাধ ভোট হয়েছে শিলিগুড়িতে। বিরোধীরাও নির্বাচন শেষে সাফ জানিয়ে দেন, নির্বিঘ্নে ভোট মিটেছে শহরে। সেই রাজনৈতিক সংস্কৃতির আরও একটা উদাহরণ আজ দেখলো শহরবাসী।
নিজস্ব চিত্র
নিজস্ব চিত্র
advertisement

আরও পড়ুন: ফিরহাদ হাকিমের গাড়ির সামনে আহত টোটো চালক! মন্ত্রী যা করলেন, অবাক সকলে

বৃহস্পতিবার ওয়ার্ডের জয়ী তৃণমূল প্রার্থী প্রতুল চক্রবর্তীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন ওয়ার্ডেরই পরাজিত প্রার্থী তথা বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ। আজ কয়েকজন অনুগামীকে সঙ্গে নিয়ে নব নির্বাচিত কাউন্সিলর প্রতুল চক্রবর্তীর বাড়িতে যান বিজেপি বিধায়ক। প্রথমে পায়ে প্রণাম করে হাতে তুলে দেন পুষ্পস্তবক। আগামীতে ওয়ার্ডের উন্নয়নে কাঁধে কাঁধ লাগিয়ে কাজ করতে চান, তারই বার্তা দেন। প্রসঙ্গত গত ২০১৫-তে এই ওয়ার্ডেই পুরভোটে প্রতুলবাবুকে ২৬ ভোটে পর্যুদস্ত করে প্রথমবার কাউন্সিলর হয়েছিলেন শঙ্কর ঘোষ। তখন তিনি ছিলেন সিপিএমে। গত বিধানসভা ভোটের আগে যোগ দেন পদ্ম শিবিরে। এবারেও দাঁড়িয়েছিলেন নির্বাচনে। কিন্তু থামেন তিন নম্বরে। তবে রাজনৈতিক সৌজন্য হারায়নি।

advertisement

আরও পড়ুন: ঝেঁপে আসছে বৃষ্টি, রবিবারের জন্য বিশেষ সতকর্তা! হাওয়া অফিসের পূর্বাভাস যা বলছে...

এদিন নব নির্বাচিত কাউন্সিলরকে শুভেচ্ছা জানানো প্রসঙ্গে প্রতুল চক্রবর্তী জানান, এটাই আমাদের শহরের রাজনৈতিক ঐতিহ্য। রাজনৈতিক ক্ষেত্রে আমাদের মতাদর্শ আলাদা হলেও আমরা এক। এবং উন্নয়নই আমাদের লক্ষ্য। সেই লক্ষ্যেই আমরা এগিয়ে যেতে চাই। আর শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষ জানান, বিগত পুর নির্বাচনে আমি প্রতুল চক্রবর্তীকে হারিয়ে জয়ী হয়েছিলাম, সেই সময়ও আমি ওনাকে প্রণাম করে ওনার আশীর্বাদ নিয়েছিলাম। আজ উনি জয়ী হয়েছেন তাই ওনাকে প্রণাম করে ফুলের তোড়া দিয়ে অভিনন্দন জানালাম। তিনি এও জানান,  এই ২৪ নং ওয়ার্ড আমার কাছে নিজের সন্তানের মতো। এই ওয়ার্ডের জন্য আমি অনেক কাজ করেছি এবং তাই জয়ী প্রার্থী  প্রতুল চক্রবর্তীর যদি কোনও সময়ে এই ওয়ার্ডের কাজের জন্য আমার সাহায্যের প্রয়োজন হয় আমি এগিয়ে আসবো। গোটা রাজ্যের কাছেই যা অনন্য নজিরও বটে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
বিজয়াতেই ঘরে ঘরে 'টিকা'র প্রস্তুতি! গোর্খাদের এই উৎসব বাঙালির খুব চেনা
আরও দেখুন

Partha Pratim Sarkar

বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Siliguri: ফের শিলিগুড়ি তুলে ধরলো রাজনৈতিক সৌজন্যের ছবি, গোটা রাজ্যের কাছে যা অনন্য নজির!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল