তৃণমূল প্রার্থী সুশান্ত ঘোষের কথায়, সকাল থেকেই বৃষ্টির জেরে বহু জায়গায় যেতে পারলাম না। ভোটের দিন যেন অর্ধেক বেলা বৃষ্টি না হয়, এটাই প্রার্থনা। বিজেপি প্রার্থী পুতুল পাল বলেন, বৃষ্টি বাধা দিয়েছে। তবুও ছাতা মাথায় নিয়ে বের হতে হয়েছে। নির্বাচনের দিন যেন আকাশ পরিষ্কার থাকে, এটাই প্রার্থনা।
আরও পড়ুন - Viral Video: প্লেনের মধ্যে চলছে না এসি, দমবন্ধ পরিস্থিতি, তারপর যা যা হল, ভয়ানক ভিডিও
advertisement
সিপিএম প্রার্থী তথা মহকুমা পরিষদের প্রাক্তন সভাধিপতি মণি থাপা বলেন, এই সময়ে ভোট করানোর কোনো অর্থই হয় না। কেননা এখন উত্তরবঙ্গে ভরা বর্ষা। তবুও দুপুরের পর প্রচারে বের হতে পেরেছি। বৃষ্টি হলেও ভোট দেওয়ার জন্যে বাসিন্দারা মুখিয়ে রয়েছে।
পাহাড়েও দিনভর বৃষ্টি। তবুও ভারতীয় গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চা এবং হামরো পার্টির প্রচারে খামতি ছিল না। শৈলশহর দার্জিলিংয়ে ভোটের প্রচারে আজ ছিল না কালো মাথার ভিড়। উলটে দেখা গেল রঙ বেরঙের ছাতার মিছিল। দার্জিলিংয়ের চকবাজারে জনসভা করেন অনীত থাপা। অন্যদিকে সর্বত্র মিছিল করে অজয় এডওয়ার্ডের দল। সুখিয়া- মানেভঞ্জনে মহামিছিল করে। ভোটের দিনেও বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। এটাই ভাবাচ্ছে ডান, বাম সব পক্ষকেই।
Partha Sarkar