প্রতিদিনের মতো এদিন ওই মহিলা বাড়ি থেকে কাজে বের হচ্ছিলেন। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, হঠাৎই পিছন দিক থেকে কয়েকজন দুষ্কৃতী মহিলার গলায় ধারাল অস্ত্র দিয়ে আঘাত করে পালিয়ে যায়। আচমকা হামলায় রক্তাক্ত হয়ে রাস্তায় লুটিয়ে পড়লেও কোনও রকমে উঠে নিজের পাড়ার দিকে দৌড়ন তিনি। পাড়ায় পৌঁছে কাঁপা গলায় তিনি প্রতিবেশীদের ঘটনার বিবরণ দেন। এরপরই এলাকাবাসীরা ছুটে গিয়ে তাঁকে প্রথমে মাটিগাড়া গ্রামীণ হাসপাতালে নিয়ে যান। সেখান থেকে তাঁর শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তড়িঘড়ি স্থানান্তর করা হয় একটি নার্সিংহোমে।
advertisement
আহত মহিলার দাবি, এই হামলা কোনও ছিনতাই বা হঠাৎ আক্রমণ নয়—এটি পরিকল্পিত। পারিবারিক বিবাদের জেরে পূর্ব–পরিচিত কয়েকজনই তাঁর ওপর হামলা চালিয়েছে। এমন দাবি সামনে আসতেই সন্দেহের তীর ঘুরে যাচ্ছে পরিচিত ঘনিষ্ঠদের দিকেও। ঘটনার তদন্তে দ্রুত নেমেছে মাটিগাড়া থানার পুলিশ। ইতিমধ্যে এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে এবং সন্দেহভাজনদের খোঁজে তল্লাশি শুরু হয়েছে। পুলিশ সূত্রে খবর, হামলার কারণ ও দুষ্কৃতীদের পরিচয় জানতে ইতিমধ্যেই কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
এদিকে রাতের অন্ধকারে এমন নৃশংস হামলায় ভাঙ্গাপুল এলাকায় উত্তেজনা ছড়িয়েছে। স্থানীয়দের অভিযোগ, এলাকায় বারবার অপরাধ বাড়লেও পর্যাপ্ত টহলদারি নেই। ফলে সাধারণ মানুষের নিরাপত্তা প্রশ্নের মুখে পড়ছে। বর্তমানে আহত মহিলার শারীরিক অবস্থা সঙ্কটজনক বলেই হাসপাতাল সূত্রে জানা গিয়েছে।
