পাশাপাশি সরকারি ছুটির দিনে পাওয়া যাবে এই বিশেষ টয়ট্রেন পরিষেবা। ফলে পাহাড়ে ঘুরতে গিয়ে দিনভর চুটিয়ে আনন্দ করার সুযোগ পাবেন পর্যটকরা। আনন্দ নিতে পারবেন জঙ্গল ও চা বাগানের। পাহাড়ি আকাবাঁকা পথ ধরে ছুটবে টয় ট্রেন।
আরও পড়ুন: পৌষের শেষলগ্নে শীতের মারকাটারি ব্যাটিং! নিম্নচাপকে তুড়ি মেড়ে শৈত্য প্রবাহের দাপটে জবুথবু উত্তরবঙ্গ
advertisement
জানা গিয়েছে, এই টয় ট্রেনের ৩ কামরা রয়েছে। যার মধ্যে দুটি কামরার দায়িত্ব থাকছে বেসরকারি সংস্থার হাতে। অন্য একটি রেল নিজের হাতেই রাখছে। নচুন এই টয় ট্রেনে ঘোরার পাশাপাশি থাকছে দেদার খাওয়া-দাওয়ার আনন্দ। ব্রেকফাস্ট, লাঞ্চ থেকে ইভনিং টি এবং মোমো থাকছে এই প্যাকেজে।
আরও পড়ুন: বছর দুয়েকের শিশু নিয়ে পালাতে গিয়ে হাতেনাতে ধরা, মহিলাকে গাছে বেঁধে উত্তম-মধ্যম দিল স্থানীয়রা
দার্জিলিং হিমালয়ান রেল সূত্রে জানা গিয়েছে, এই প্যাকেজ মাথাপিছু খরচ হবে ২১৯৯ টাকা। সঙ্গে থাকছে বিনোদনের ব্যবস্থাও৷ পিকনিক করলে আলাদা খরচ হবে। অন্যদিকে রেলের কামরার ভাড়া মাথাপিছু ১০০০ টাকা। নয়া এই পরিষেবায় উত্তরে পর্যটকদের মজা দ্বিগুণ হবে। বাড়ছে পর্যটকদের সংখ্যা। পাশাপাশি টয় ট্রেন সফরে মানুষের আগ্রহ আরও বাড়বে বলে আশাবাদী কর্তৃপক্ষ।
