আশঙ্কাজনক স্ত্রী শাকিনা বিবি। পারিবারিক বিবাদের জেরেই খুন বলে দাবি আত্মীয়দের। বছর সাতেক আগে শাকিনার সঙ্গে বিয়ে হয় মহম্মদ শাহিদের। ঝামেলা চলছিল বলে পরিবার সূত্রে খবর।
আরও পড়ুন: ভারতের সবচেয়ে বড় পার্ক আছে কলকাতাতেই! গিয়েছেন কখনও? মুগ্ধ হবেনই, ১০০ গ্যারান্টি
মাস কয়েক আগে আলাদা বাড়ি ভাড়া নিয়ে থাকত শাকিনা। এর আগেও তার স্বামী আরও একবার খুনের চেষ্টা চালিয়েছিল বলে অভিযোগ। প্রত্যক্ষদর্শীদের কথায়, মেয়েকে দোকানে কাজে ছাড়তে এসেছিলেন মা। রাস্তায় দেখা হয় ওই যুবকের সঙ্গে।
advertisement
আরও পড়ুন: ৪০ জন! তৈরি হয়ে গেছে তৃণমূল! লড়াই শুরু মেট্রোপলিটনের ওয়ার রুম থেকে
সেখান থেকেই ঝামেলার সূত্রপাত। আচমকাই চাকু বের করে এলোপাথাড়ি চালাতে থাকে শাহিদ। ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন স্ত্রী। স্থানীয়রা ধরে ফেলে ধৃতকে। বেঁধে রাখে। পরে পুলিশের হাতে তুলে দেয়। তদন্ত শুরু শিলিগুড়ি থানার পুলিশের।