TMC Lok Sabha Election: ৪০ জন! তৈরি হয়ে গেছে তৃণমূল! ব্রিগেডের মঞ্চ ঘিরেও বড় চমক

Last Updated:

Tmc Lok Sabha Election: মেট্রোপলিটনে এবার প্রস্তুত তৃণমূলের ওয়ার রুম।

তৈরি তৃণমূলের ওয়ার রুম
তৈরি তৃণমূলের ওয়ার রুম
কলকাতা: ভোটযুদ্ধ মানে শুধুই মাঠে-ময়দানে ঝাঁপানো নয়। ডিজিটাল মিডিয়ায় জনসংযোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ হাতিয়ার। আর সেই ক্ষেত্রে বিরোধীদের মোকাবিলায় নতুন শক্তি নিয়ে ঝাঁপাচ্ছে বাংলার শাসকদল তৃণমূল। আগেই জেলা সংগঠনের সঙ্গে আলাদা বৈঠক চলাকালীন এই টিম তৈরির নির্দেশ দিয়েছিলেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
বিশেষ করে বিজেপি আইটি সেলকে পালটা ইস্যুভিত্তিক আক্রমণ করতে এই উদ্যোগ নেওয়া হয়েছিল। ঠিক হয়েছে, ৪০ জনের টিমে থাকবেন তৃণমূলের মুখপাত্র, সাংসদ, বিধায়ক। প্রত্যেকের দায়িত্ব, বিরোধী রাজনৈতিক দলের সোশাল মিডিয়ায় চোখ রেখে দ্রুত পালটা জবাবের প্রস্তুতি রাখা।
তৃণমূলের একাধিক শীর্ষ নেতা-নেত্রী চন্দ্রিমা ভট্টাচার্য, অরূপ বিশ্বাস, ফিরহাদ হাকিম-সহ একাধিক শীর্ষ নেতাই দফায় দফায় সামলেছেন কন্ট্রোল রুম। ২০০৯-এর লোকসভা থেকে ২০২১-এর বিধানসভা  একাধিক নির্বাচনে তৃণমূল ভবন থেকেই চলেছে নজরদারি। চলেছে দলীয় কর্মীদের বার্তা দেওয়ার কাজ ৷
advertisement
advertisement
কিন্তু ভবন সংষ্কারের জন্যে সেখানে এখন কন্ট্রোল রুম নেই। রাজ্যের পঞ্চায়েত ও পুরনিগমের ভোটে নজরদারি চলেছে ভবানীপুরে সুব্রত বক্সীর অফিস থেকে। তবে লোকসভা আগে ফের সরগরম করতে দেখা গেল মেট্রোপলিটনের কাছে  তৃণমূল ভবন। ওয়ার রুমের ঠিকানা বদলে ফিরে এল নতুন জায়গায়।লোকসভা ভোটের আগে আক্রমণ, প্রতি আক্রমণ বাড়ছে, আরও বাড়বে। বাগযুদ্ধে অস্ত্র শানাতে তৈরি সব পক্ষ। আর বিজেপির মোকাবিলায় ‘ওয়ার টিম’ তৈরি করছে তৃণমূল। যার মূল কাজ, বিজেপির কটাক্ষ, আক্রমণের পত্রপাঠ জবাব দেওয়া সোশ্যাল মিডিয়ায়। কুৎসা, অপমানের তৎক্ষণাৎ মোকাবিলায় মুখের উপর জবাব দেওয়ার জন্য তৈরি হচ্ছে বিশেষ টিম।
advertisement
মুখপাত্ররা ছাড়াও এই টিমে সাংসদ, বিধায়ক, কাউন্সিলর-সহ থাকবেন মোট ৪০ জন। তার ব্লুপ্রিন্ট তৈরি হচ্ছে বলে সূত্রের খবর।এর পাশাপাশি গুয়াহাটি, দিল্লি ও শিলংয়ে থাকবে মুখপাত্ররা। গুয়াহাটিতে থাকবেন সুস্মিতা দেব। শিলং ও তুরায় থাকবেন মুকুল সাংমা। দিল্লিতে থাকবেন সাগরিকা ঘোষ।তৃণমূল ভবনে থাকছে একটা রিসার্চ টিম। সব মিলিয়ে লোকসভার প্রস্তুতি শুরু করে দিল তৃণমূল কংগ্রেস।
advertisement
এদিকে, ব্রিগেডে রেকর্ড জমায়েতের চ্যালেঞ্জ তৃণমূলের। রেকর্ড জমায়েতের লক্ষ্যে তৈরি বিশাল মঞ্চ। মঞ্চ থেকে তৈরি হয়েছে ৩০০ ফুট লম্বা র‍্যাম্প। তিনটি মঞ্চ থাকছে ব্রিগেডে। এই তিন মঞ্চ মিলিয়ে থাকবে প্রায় ৬০০ নেতা-নেত্রী। ভিক্টোরিয়ার দিকে ব্রিগেডের দক্ষিণ দিকে বাধা হয়েছে মঞ্চ। মূল মঞ্চের সমান্তরাল থাকবে আরও দুটি মঞ্চ। মূল মঞ্চ থেকে মাঠের উত্তর দিকে প্রায় ৩৪০ মিটারের র‍্যাম্প। পূর্ব পশ্চিমেও থাকবে ১০ মিটারের র‍্যাম্প। মূল মঞ্চ – ৭২/২০*২ ফিট। র‍্যাম্প – ৩৪০ ফিট রানিং ও ১৫০ ফিট। ডানদিকে ও বাম দিকে আরও দুটো মঞ্চ ৬৮/২৪ ফিট।
বাংলা খবর/ খবর/কলকাতা/
TMC Lok Sabha Election: ৪০ জন! তৈরি হয়ে গেছে তৃণমূল! ব্রিগেডের মঞ্চ ঘিরেও বড় চমক
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement