নকশালবাড়ির হাড়িয়া মোড়ের পাশ দিয়ে বয়ে গিয়েছে পাহাড়ি ঝোড়া! যা পরে চেঙ্গা নদীতে মিশেছে। এই পাহাড়ি ঝোড়ার পাশে রয়েছে সরকারি জমি! জাতীয় সড়ক থেকে কিছুটা দূরে থাকায় সরকারি সেই জমিকে টার্গেট জমি হাঙরদের! জমি বিক্রি করতে তৈরি করা হয়েছে অবৈধ কালভার্ট! নদীর বুকে গার্ডওয়াল! যাতে নদী পারাপারের কোনও সমস্যা না তৈরি হয়।
advertisement
নদীর ওপর এই অবৈধ নির্মাণের খবর পেয়ে যৌথ অভিযান করল প্রশাসন! শিলিগুড়ির নকশালবাড়ি পঞ্চায়েত সমিতি ও মনিরাম গ্রাম পঞ্চায়েত যৌথ উদ্যোগে এদিন ঘটনাস্থল পরিদর্শন করে অবৈধ নির্মানের খোঁজখবর নেন! পঞ্চায়েত সমিতির সভাপতি আনন্দ ঘোষ জানান, জমি মাফিয়ারা অবৈধ সরকারি জমি প্লটিং করে বিক্রির ছক কষেছে। অনুমতি ছাড়াই অবৈধ নির্মাণ করা হয়েছে। বিষয়টি ভূমি দফতরে জানিয়ে খোঁজ নেওয়ার আশ্বাস দেন তিনি।
সরকারি জমি দখল বরদাস্ত করা হবে না। অন্যদিকে প্রধান জানান, সরকারি জমি দখলমুক্তের কাজ অনেক আগে থেকেই শুরু হয়েছে। এটিকেও করা হবে। দখলমুক্ত জমিতে ইতিমধ্যেই গোর্খা ব্যাটেলিয়ান ও স্বাস্থ্য দফতরের কাজ হচ্ছে। সরকারি জমি দখলমুক্ত করে বোর্ড বসানোর আশ্বাস দেন তিনি।