TRENDING:

সরকারি জমি বিক্রির ছক! যেভাবে ফাঁদ পাতলেন জমি হাঙররা, রহস্য ফাঁস হতেই ছোটাছুটি প্রশাসনিক আধিকারিকদের

Last Updated:

ফাঁকা পড়ে রয়েছে সরকারি জমি! পাশ দিয়ে বয়ে গিয়েছে নদী! নদীকে টার্গেট করে সরকারি জমি বিক্রি করতে এবার নদী চুরি!

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
বিশ্বজিৎ মিশ্র, নকশালবাড়ি, শিলিগুড়ি: ফাঁকা পড়ে রয়েছে সরকারি জমি! পাশ দিয়ে বয়ে গিয়েছে নদী! নদীকে টার্গেট করে সরকারি জমি বিক্রি করতে এবার নদী চুরি! নদীর ওপর অবৈধভাবে হিউমপাইপ বসিয়ে কালভার্ট নির্মাণ ও নদীর বুকে গার্ড‌ওয়াল করার অভিযোগ উঠল জমি মাফিয়াদের বিরুদ্ধে!
জমি মাফিয়াদের সরকারি জমি বিক্রির ছক। ছবি সৌজন্যেঃ এআই
জমি মাফিয়াদের সরকারি জমি বিক্রির ছক। ছবি সৌজন্যেঃ এআই
advertisement

নকশালবাড়ির হাড়িয়া মোড়ের পাশ দিয়ে বয়ে গিয়েছে পাহাড়ি ঝোড়া! যা পরে চেঙ্গা নদীতে মিশেছে। এই পাহাড়ি ঝোড়ার পাশে রয়েছে সরকারি জমি! জাতীয় সড়ক থেকে কিছুটা দূরে থাকায় সরকারি সেই জমিকে টার্গেট জমি হাঙরদের! জমি বিক্রি করতে তৈরি করা হয়েছে অবৈধ কালভার্ট! নদীর বুকে গার্ড‌ওয়াল! যাতে নদী পারাপারের কোনও সমস্যা না তৈরি হয়।

advertisement

আরও পড়ুন: স্কুলে নেই প্রাচীর, ক্লাসরুমের অবস্থাও সেই…! সুযোগের সদ্ব্যবহার পাড়ার যুবকদের, গোপনে গোপনে চলেছে ‘এইসব’ কাজ

নদীর ওপর এই অবৈধ নির্মাণের খবর পেয়ে যৌথ অভিযান করল প্রশাসন! শিলিগুড়ির নকশালবাড়ি পঞ্চায়েত সমিতি ও মনিরাম গ্রাম পঞ্চায়েত যৌথ উদ্যোগে এদিন ঘটনাস্থল পরিদর্শন করে অবৈধ নির্মানের খোঁজখবর নেন! পঞ্চায়েত সমিতির সভাপতি আনন্দ ঘোষ জানান, জমি মাফিয়ারা অবৈধ সরকারি জমি প্লটিং করে বিক্রির ছক কষেছে। অনুমতি ছাড়াই অবৈধ নির্মাণ করা হয়েছে। বিষয়টি ভূমি দফতরে জানিয়ে খোঁজ নেওয়ার আশ্বাস দেন তিনি।

advertisement

আরও পড়ুন: বোঝো ঠ্যালা! জমি দানেও মেলেনি চাকরি, এমন ফাঁদে ফেললেন মালিক, স্বাস্থ্য কেন্দ্র যেতে ভুগতে হচ্ছে সকলকে

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

সরকারি জমি দখল বরদাস্ত করা হবে না। অন্যদিকে প্রধান জানান, সরকারি জমি দখলমুক্তের কাজ অনেক আগে থেকেই শুরু হয়েছে। এটিকেও করা হবে। দখলমুক্ত জমিতে ইতিমধ্যেই গোর্খা ব্যাটেলিয়ান ও স্বাস্থ্য দফতরের কাজ হচ্ছে। সরকারি জমি দখলমুক্ত করে বোর্ড বসানোর আশ্বাস দেন তিনি।

advertisement

বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
সরকারি জমি বিক্রির ছক! যেভাবে ফাঁদ পাতলেন জমি হাঙররা, রহস্য ফাঁস হতেই ছোটাছুটি প্রশাসনিক আধিকারিকদের
Open in App
হোম
খবর
ফটো
লোকাল