বোঝো ঠ্যালা! জমি দানেও মেলেনি চাকরি, এমন ফাঁদে ফেললেন মালিক, স্বাস্থ্য কেন্দ্র যেতে ভুগতে হচ্ছে সকলকে
- Published by:Madhab Das
- local18
Last Updated:
স্বাস্থ্য কেন্দ্রের বাইরে জমা জলে ভোগান্তি। জলের মধ্যে দিয়েই স্বাস্থ্য কেন্দ্রে আসতে হচ্ছে প্রসূতি মা থেকে অন্যান্য রোগীদের।
বনগাঁ, উত্তর ২৪ পরগনা, অনিরুদ্ধ কির্তনীয়া: স্বাস্থ্য কেন্দ্রের বাইরে জমা জলে ভোগান্তি। জলের মধ্যে দিয়েই স্বাস্থ্য কেন্দ্রে আসতে হচ্ছে প্রসূতি মা থেকে অন্যান্য রোগীদের। দুপুর ১২টা বাজলেও খোলা হয়নি স্বাস্থ্যকেন্দ্র। শুরু বিজেপি ও তৃণমূল তরজা।
উত্তর ২৪ পরগনার বাগদা ব্লকের বয়রা গ্রাম পঞ্চায়েতের মালিদা স্বাস্থ্য কেন্দ্রের বাইরে জমে রয়েছে জল। জমা জলে ভোগান্তি। স্বাস্থ্য কেন্দ্রে যাওয়ার জন্য নেই কোন পথ। এই জলের মধ্যে দিয়ে স্বাস্থ্য কেন্দ্রে যেতে হচ্ছে প্রসূতি মা ও রোগীদের। দুপুর ১২ টা বাজলেও খোলা হয়নি স্বাস্থ্য কেন্দ্রের গেট। ওষুধ নিতে এসে অপেক্ষা করতে হচ্ছে রোগীদের। স্বাস্থ্য কেন্দ্রের বাইরে জমে থাকা জলের জন্য স্বাস্থ্য কেন্দ্র দেরিতে খোলা হচ্ছে বলে জানিয়েছে স্বাস্থ্য কেন্দ্রের কর্মী এবং এই জলের মধ্যে দিয়ে আসা-যাওয়া করতে সমস্যা হচ্ছে বলে জানিয়েছেন তিনি। অন্যদিকে এই জল যন্ত্রণা ভোগ করেই স্বাস্থ্য কেন্দ্রে আসতে হয় বলে জানিয়েছে রোগীরা।
advertisement
advertisement
স্বাস্থ্যকেন্দ্রে আসা এক রোগী জানিয়েছেন, “এই জলের মধ্যে দিয়ে যাতায়াত করতে খুব সমস্যা হয়। এই সমস্যা সমাধান হচ্ছে না দীর্ঘদিন ধরে। আমরা চাই যাতে দ্রুত সমস্যার সমাধান হয়।”
advertisement
উত্তর ২৪ পরগনার ওই স্বাস্থ্য কেন্দ্রের জমির মালিক জানিয়েছেন, “আমরা জমি দান করেছিলাম এই স্বাস্থ্য কেন্দ্রের জন্য। কিন্তু প্রশাসন কথা রাখেনি। যাওয়ার কোনও পথ নেই। জল নিকাশি ব্যবস্থা করা হয়নি। এমনকি আমাদেরকে একটা কাজ জোগাড় করে দেওয়ার কথা ছিল সেই কথাও রাখা হয়নি।”
advertisement
অন্যদিকে স্বাস্থ্য কেন্দ্রের বাইরে জমা জল নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। বয়রা অঞ্চল বিজেপির নেতা সন্তু মিস্ত্রি জানিয়েছেন, “তৃণমূল কংগ্রেসের মানুষের সমস্যা সঙ্গে কোনও সম্পর্ক নেই। দুর্গাপুজোয় লক্ষ লক্ষ টাকা খরচ করছেন কিন্তু জ্যান্ত দুর্গা প্রসূতি মায়েদের দুর্ভোগের কথা মনে রাখছেন না।”
বাগদা পূর্ব ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি ও বাগদা পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ পরিতোষ কুমার সাহা জানিয়েছেন, “এই স্বাস্থ্য কেন্দ্রের জমিদাতা প্রতিশ্রুতি মত কাজ পায়নি। সেই কারণে এখন পথের জন্য জায়গা দিতে চাইছেন না এবং জল নিকাশি ব্যবস্থা করা সম্ভব হয়নি। আমরা বিষয়টিকে দ্রুত সমাধানের চেষ্টা করছি।” বিজেপির অভিযোগ প্রসঙ্গে তিনি জানিয়েছেন, “বিজেপি এমন অভিযোগ করতেই থাকে। তাদের এমপি তো মন্ত্রী, তিনি কোথায় কী কাজ করেছেন আগে সেটা বলুন।”
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
August 09, 2025 9:04 AM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
বোঝো ঠ্যালা! জমি দানেও মেলেনি চাকরি, এমন ফাঁদে ফেললেন মালিক, স্বাস্থ্য কেন্দ্র যেতে ভুগতে হচ্ছে সকলকে