শিলিগুড়িও মিনি ভারত! এখানে নানা সম্প্রদায়, নানা ভাষাভাষী মানুষের বসবাস। এই শহরের প্রধান রাস্তা বা মার্কেটগুলিতে প্রাধান্য পেয়েছে ইংরেজি এবং হিন্দি ভাষার সাইনবোর্ড। বাংলাকে খুঁজতে হয় দূরবীন দিয়ে। আর তা নিয়েই দীর্ঘ আন্দোলন হয়েছে। একাধিক প্রস্তাব এসেছে সেই বাম আমল থেকেই। কিন্তু বাস্তবায়িত হয়নি। এবার তা কার্যকরী করতে চলেছে পুরসভা। মেয়র গৌতম দেব জানান, অন্য ভাষাতেও থাক, আপত্তি নেই। কিন্তু বাংলা আবশ্যিক।
advertisement
পুরসভার এহেন উদ্যোগকে স্বাগত জানিয়েছেন শহরের বিশিষ্টজনেরা। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন রেজিস্ট্রার তাপস চট্টোপাধ্যায় জানান, ”অবশ্যই ভাল পদক্ষেপ। তবে মিশ্র জনজাতির বাস এই শহরে। তাই অন্য ভাষাতেও থাক।”
বাংলা ভাষার লেখক মানবেন্দ্র সাহা বলেন, ”এমন উদ্যোগ আরও আগে নেওয়া উচিৎ ছিল। বাম আমল থেকেই আন্দোলন চলছে। শহরের প্রধান রাস্তাগুলিতে বাংলা ভাষার সাইনবোর্ড দেখা যায় না। মেয়রের এমন উদ্যোগ প্রশংসনীয়।”