জানা গিয়েছে, মোবাইল বা কম্পিউটারে ওই প্রযুক্তির মাধ্যমে রিসর্টে থাকা পর্যটকদের পরিচয় সংক্রান্ত যাবতীয় তথ্য দিতে হবে। সেই তথ্য সরাসরি চলে যাবে জেলা পুলিশের কাছে। এদিন জলপাইগুড়ি ডি আই বি ওয়ান-এর আধিকারিক দেবব্রত ঝা-সহ অন্যান্য আধিকারিকরা যাবতীয় বিষয়ে রিসর্ট মালিকদের সেই বিষয়ে বোঝান। সতর্কতা নিতে বলেন।
এই পদ্ধতির ফলে কোন রিসর্টে কোন পর্যটক আছেন, তা সহজেই জানতে পারবে পুলিশ। পুলিশের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন রিসর্ট মালিকেরা। রিসর্ট মালিক শেখ জিয়াউল রহমান, পরিমল রাউথ, দেবকমল মিশ্র-রা বলেন, 'এই প্রযুক্তির মাধ্যমে খুব সহজেই আমরা রিসর্টে থাকা পর্যটকদের পরিচয় জানাতে পারব পুলিশকে। ফলে সুবিধা হবে আমাদের।' কোনও রকম বেআইনি কাজ, ভুয়ো পরিচয় এবং অপরাধ এই পদ্ধতিতে আটকানো যাবে বলেই মনে করা হচ্ছে। এদিনের ওই সভায় মূর্তি, বাতাবাড়ি, মাথাচুলকা, ধূপঝোরা, চালসা, মঙ্গলবাড়ি ইত্যাদি এলাকার বেসরকারি রিসর্টের মালিক ও প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
advertisement
আরও পড়ুন: পুজোর মুখে ডবল ধামাকা, পাহাড়ের টয় ট্রেনে এবার 'জঙ্গল টি সাফারি'! এখনই জেনে নিন...