TRENDING:

G20 Summit In Siliguri: শিলিগুড়িতে জি ২০ সম্মেলন! মুখ্যমন্ত্রীর নির্দেশে শহরকে সাজিয়ে তুলছে এসজেডিএ

Last Updated:

G20 Summit In Siliguri: এপ্রিলে বড় সম্মেলন। অতিথিরা আসবেন। তার আগেই গোটা শিলিগুড়ি শহর তো বটেই মহকুমা এলাকাকেও ঢেলে সাজিয়ে তোলা হবে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
শিলিগুড়ি:  এপ্রিলে জি ২০ সম্মেলন। তার আগে সেজে উঠছে উত্তর-পূর্ব ভারতের করিডর শিলিগুড়ি। মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের নির্দেশে কয়েক কোটি টাকায় সেজে উঠছে শিলিগুড়ি। শিলিগুড়ি-জলপাইগুড়ি উন্নয়ন কর্তৃপক্ষ (এসজেডিএ) উদ্যোগ নিয়েছে। আজ একাধিক উন্নয়নমূলক প্রকল্পের টেন্ডারও হয়েছে। জানিয়েছেন সংস্থার চেয়ারম্যান সৌরভ চক্রবর্তী।
সেজে উঠছে শিলিগুড়ি
সেজে উঠছে শিলিগুড়ি
advertisement

তিনি জানান, এপ্রিলে বড় সম্মেলন। অতিথিরা আসবেন। তার আগেই গোটা শিলিগুড়ি শহর তো বটেই মহকুমা এলাকাকেও ঢেলে সাজিয়ে তোলা হবে। এক্কেবারে ঝা-চকচকে শহর উপহার দেওয়া হবে। আজই টেন্ডার প্রক্রিয়া হয়েছে। কাজও শুরু হচ্ছে। গোটা শহরের সৌন্দার্য্যায়নে একাধিক কাজ হাতে নেওয়া হয়েছে। শহরের পরিকাঠামো উন্নয়ন হবে। বাগডোগরা বিমানবন্দর থেকে সুকনা পর্যন্ত জাতীয় সড়কের দু'ধারে সৌন্দার্যায়নের কাজ করা হবে। পোঁতা হবে ফুল গাছ। সেইসঙ্গে শহর ও মহকুমার জঞ্জাল অপসারনে জোর দেওয়া হবে। নতুন করে ৮০০ এলইডি আলো লাগানো হবে। যেখানে রাস্তার আলো জ্বলছে না, সেগুলিও সংস্কার করা হবে।

advertisement

আরও পড়ুন: ৪২ আসনে বিধানসভা ভোটে ত্রিপুরায় লড়াই করতে চলেছে তিপ্রামোথা

আরও পড়ুন: এবারের ভোটে ত্রিপুরার 'কিং'-ই হয়ে উঠতে পারেন অন্যতম 'কিং মেকার'। ব্যাপারটা কী?

মূলত দেশ, বিদেশের ইনভেস্টরদের কাছে নতুন রূপে শিলিগুড়িকে তুলে ধরা হবে। এজন্যে ইতিমধ্যেই কয়েক কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। যার কাজও শুরু হচ্ছে শীঘ্রই। এসজেড-এর চেয়ারম্যান জানান, শিলিগুড়ি পুরসভা এবং মহকুমা পরিষদ এলাকায় রাস্তাঘাট সংস্কার, বৈদ্যুতায়ন, নিকাশী ব্যবস্থার সংস্কার করা হবে। জি ২০ সম্মেলন যেখানে হবে সেই টি রিসর্টে ঢোকার রাস্তায় পথবাতি লাগানো হবে। এক কোটি টাকার বৈদ্যুতায়নের কাজ হাতে নেওয়া হয়েছে। পাশাপাশি সামান্য বৃষ্টিতে যেসব এলাকা জলমগ্ন হয়ে পড়ে, সেইসব রাস্তা, ড্রেনের সংস্কার করা হবে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
ফাঁকা জায়গার লাগবে না, আমবাগানেই হচ্ছে কুইন্টাল কুইন্টাল ফলন! বিনা ব্যয়ে লাভ পাচ্ছেন চাষি
আরও দেখুন

মুখ্যমন্ত্রীর নির্দেশ মেনেই আধুনিক রূপে সাজিয়ে তোলা হবে শহরকে। কেননা দেশের অন্য বড় শহরের মতো জি ২০ সম্মেলন হবে উত্তরবঙ্গের একমাত্র শিলিগুড়িতে। তাই শহরের পরিকাঠামো উন্নয়নে জোর দেওয়া হচ্ছে। নতুন রঙের প্রলেপও পড়বে বলে জানান তিনি। হাতে মাস তিনেক সময় বাকি। তাই উন্নয়নমূলক কাজ শুরু করা হচ্ছে।

বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
G20 Summit In Siliguri: শিলিগুড়িতে জি ২০ সম্মেলন! মুখ্যমন্ত্রীর নির্দেশে শহরকে সাজিয়ে তুলছে এসজেডিএ
Open in App
হোম
খবর
ফটো
লোকাল