TRENDING:

Debanjan Deb Siliguri|| উত্তরেও জাল ছড়িয়েছিল দেবাঞ্জন! তথ্য সংস্কৃতি-র যুগ্ম সচিব পরিচয়ে প্রতারণা! চাঞ্চল্যকর তথ্য...

Last Updated:

টিকা জালিয়াত (Kasba Fake Vaccination Case) ভুয়ো IAS দেবাঞ্জন দেবের (Debanjan Deb) যোগ শিলিগুড়িতেও!

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#শিলিগুড়ি: টিকা জালিয়াত (Kasba Fake Vaccination Case) ভুয়ো IAS দেবাঞ্জন দেবের (Debanjan Deb) যোগ শিলিগুড়িতেও! নিজেকে তথ্য সংস্কৃতি দফতর এবং পার্সোনেল অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ রিফর্মসের যুগ্ম সচিব হিসেবে পরিচয় দিয়ে শিলিগুড়ি-সহ উত্তরবঙ্গে প্রতারণার জাল ছড়ানোর চেষ্টা শুরু করেছিল দেবাঞ্জন। শিলিগুড়ির এক সঙ্গীত শিল্পীর সঙ্গে প্রথম প্রতারণা করে দেবাঞ্জন। শিল্পীর গানের অ্যালবাম তৈরী করা এবং পরবর্তীতে শিল্পীর লেখা গানে নিজে সুর দিয়ে গান গেয়ে অ্যালবাম তৈরীর পরিকল্পনা করে দেবাঞ্জন। এই সঙ্গীত শিল্পীকে উত্তরবঙ্গে পৃথক টি-বোর্ডের মনিটরিং কমিটির চেয়ারম্যান করার প্রস্তাবও দেওয়া হয় বলে অভিযোগ। ২০১৭-১৮ সালে গানের সূত্রেই শিল্পীর সঙ্গে দেবাঞ্জনের প্রথম পরিচয়। সেই সূত্র ধরেই বার কয়েক শিলিগুড়ি যায় সে।
advertisement

জানা গিয়েছে, শিলিগুড়িতে পর্যটন দফতরের মৈনাক ট্যুরিস্ট লজেই থাকতেন। সেখানেই সন্ধ্যের দিকে কথা হত শিল্পীর সঙ্গে। তার আগে দিনভর কাদের সঙ্গে বৈঠক করতেন বা সময় কাটাতেন? তা অবশ্য এখনও জানা যায়নি। একবার কালিম্পংয়েও যান ওই শিল্পীক্যা নিয়ে। ফেরার পথে চা বাগান ঘোরেন। উত্তরের চা শিল্পের জন্যে কিছু করার আগ্রহ প্রকাশ করেন। সেইমতো শিল্পীর কাছ থেকে প্রস্তাবও নেন। সরাসরি মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলে উত্তরর চা শিল্পের সমস্যা কাটিয়ে তুলবেন বলেও প্রতিশ্রুতি দেন বলে অভিযোগ। সঙ্গীত শিল্পী শৌভিক মজুমদারের বলে অভিযোগ, বাবার অসুস্থতার অজুহাতে তাঁর কাছ থেকে ২-৩ লক্ষ টাকা নিয়েছিল দেবাঞ্জন। পরবর্তীতে নবান্নে গিয়ে দেবাঞ্জনের খোঁজ করেও পাননি শিলিগুড়ির শিল্পী। এরপরই দেবাঞ্জন তাঁকে প্রাণে মেরে ফেলার হুমকি দেয়।

advertisement

সম্প্রতি দেবাঞ্জনের জালিয়াতি সামনে আসতেই দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে সরব হয়েছেন শিল্পী শৌভিক মজুমদার। নাম উঠে এসেছে শিলিগুড়ির এক আইনজীবি তথা তৃণমূল কংগ্রেসের লিগ্যাল সেলের নেতা অত্রি দেব শর্মার নামও। অভিযোগ, শিলিগুড়িতে মৈনাক ট্যুরিস্ট লজ-সহ পাহাড়ে একাধিক বৈঠক করেছিল দেবাঞ্জন। বিভিন্ন ঠিকাদারদের জিটিএ'র কাজ পাইয়ে দেওয়ার আশ্বাস দিয়েছিল। কাজের বরাত পাইয়ে দেওয়ার নামে কয়েক লাখ টাকা প্রতারণাও করেছে দেবাঞ্জন। এ প্রসঙ্গে   গৌতম দেব বলেন, "এই ধরনের ব্যক্তিত্বর সাথে আমার জ্ঞানত বা অজ্ঞানত আমার কোনওদিন যোগাযোগ হয়নি। উত্তরবঙ্গে আমাদের দলের কারো সাথে কোনও যোগাযোগ আছে এমন তথ্য, খবর আমার কাছে নেই।"

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
শীতের মরশুম এলেই গৃহবধূদের উপরি রোজগার! সংসার সামলে ছুটছেন মোয়ার দোকানে
আরও দেখুন

Partha Sarkar

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Debanjan Deb Siliguri|| উত্তরেও জাল ছড়িয়েছিল দেবাঞ্জন! তথ্য সংস্কৃতি-র যুগ্ম সচিব পরিচয়ে প্রতারণা! চাঞ্চল্যকর তথ্য...
Open in App
হোম
খবর
ফটো
লোকাল