প্রসঙ্গত প্রায় একই সময়ে অসমের গোয়ালপাড়াতেও ভূমিকম্প হয়েছে। কম্পনের তীব্রতা ছিল রিখটার স্কেলে ৫.২। ভূবিজ্ঞানীদের মত, এই কম্পনের কারণেই উত্তরেও মৃদু ভূকম্পন অনুভূত হয়েছে।
ঘটনার প্রত্যক্ষদর্শী শিলিগুড়ির বাসিন্দা অভিষেক পোদ্দার বলেন, "হঠাৎই ঘুম ভেঙে দেখি ঘরের জানলা কাঁপছে। দ্রুত ঘর ছেড়ে বাইরে বেরিয়ে আসি। বাইরে বেরিয়ে দেখি চারপাশের বহু মানুষই রাস্তায়। হুড়োহুড়িতে আমাদের এক প্রতিবেশী চোট পেয়েছে। কিন্তু ভূমিকম্পে সরাসরি কোনও ক্ষয়ক্ষতি হয়নি।"
advertisement
গত ২৮ এপ্রিলও তীব্র ঝাঁকুনি অনুভূত হয় উত্তরবঙ্গে। কেঁপে ওঠে আলিপুরদুয়ার, কোচবিহার, দার্জিলিং, কালিম্পং-সহ উত্তরের বিস্তীর্ণ অঞ্চল। সে বার কম্পনের উৎস ছিল অসমের গুয়াহাটির কাথে শোনিতপুর অঞ্চলে ভূপৃষ্ঠের ২১.৪ কিলমোমিটার নীচে।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
July 07, 2021 12:54 PM IST