TRENDING:

চলতি বর্ষার মরশুমে শিলিগুড়িতে প্রথম ডেঙ্গি-মৃত্যু, বাড়ছে আক্রান্ত, পুর পরিষেবা নিয়ে প্রশ্ন স্থানীয়দের

Last Updated:

Siliguri Dengue- বুধে স্বাস্থ্য কর্তাদের নিয়ে বৈঠক মেয়রের! ৪৭ কাউন্সিলরকেই ডেঙ্গি মোকাবিলায় তৎপর হওয়ার নির্দেশ! 

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
শিলিগুড়ি : শহরে প্রথম মৃত্যু হল এক ডেঙ্গি আক্রান্তের। ডেঙ্গিতে মৃত্যু হল এক সরকারী কর্মীর। মৃতের নাম সঞ্জিত রায়। শিলিগুড়ির মিলনপল্লির সরকারি আবাসনে থাকতেন। এই সরকারি আবাসনে এক শিশু-সহ আক্রান্তের সংখ্যা ৭ জন। শহরজুড়েই বাড়ছে ডেঙ্গির প্রকোপ। চলতি মাসের প্রথম ১৩ দিনেই আক্রান্তের সংখ্যা একশো পার করে গিয়েছে।
প্রতীকী ছবি
প্রতীকী ছবি
advertisement

স্থানীয় সরকারি আবাসন তো নয়, যেন ডেঙ্গির আঁতুড়ঘর। জমা জল আর নোংরা আবর্জনার পাহাড় আবাসনজুড়ে। নিয়মিত সাফ করা হয় না বলে অভিযোগ এক আবাসিকের। প্রায় তিনশোর কাছাকাছি আবাসিক এখানে থাকেন। কিন্তু নোংরা, আবর্জনা সাফাইয়ের বালাই নেই বলে অভিযোগ রিয়া দে সরকার নামে এক আবাসিকের। তিনি জানান, প্রতি ঘরেই শিশু রয়েছে। মশার দাপট। দুশ্চিন্তায় ঘুম ছুটেছে আবাসিকদের। এদিকে হাউসিং বিভাগ না পুরসভা-কে সাফাই করবে তা নিয়ে বিতর্ক চলছে।

advertisement

আরও পড়ুন : নদীর প্রতি অভিমানে বিত্তিবাড়িতে এসে পৌঁছয় না দুর্গাপুজোর আগমনী বার্তা

হাউসিং দফতরের এক্সইকিউটিভ ইঞ্জিনিয়র দিলীপ সরকার জানান, তাঁরা পরিষ্কার পরিচ্ছন্ন রেখে দেখভাল করেন এই আবাসনের। স্থানীয় কাউন্সিলরকেও বিষয়টি জানানো হয়েছে। বড় এলাকা। তাই সমস্যা বাড়ছে। মূলত আবাসন থেকে জল নিষ্কাশনের ব্যবস্থা নেই। একই অভিযোগ পুরসভার ১৪ নং ওয়ার্ডেও। মঙ্গলবার এই ওয়ার্ড পরিদর্শনে যান মেয়র। নিয়মিত নর্দমা থেকে জমা জল পরিষ্কার করা হয় না বলে অভিযোগ করেছেন এক আক্রান্তের পরিবার।

advertisement

আরও পড়ুন :  পূর্বাঞ্চলীয় অ্যাথলিট মিটে সাফল্য মালদহের হাত ধরে বাংলার ঘরে এল সোনা 

সেরা ভিডিও

আরও দেখুন
'আসছে বছর আবার হবে'! দিঘার সমুদ্রে বিলীন দেবী দুর্গা, ঢেউয়ের গর্জনে মিশল বিদায়ের সুর
আরও দেখুন

অনিতা বণিক নামে ওয়ার্ডের এক বাসিন্দা বলেন, চার পাশে আবর্জনার স্তূপ। পুরসভা থেকে নিয়মিত সাফাইকর্মী আসেন না এলাকায়। পরিস্থিতি খতিয়ে দেখে যথাযথ ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন মেয়র গৌতম দেব। সরকারি আবাসনেও দ্রুত সাফাই করা হবে বলে জানান তিনি। মৃতের পরিবারের সঙ্গেও আজ দেখা করবেন তিনি। মেয়র জানান, ৪৭ জন কাউন্সিলরকে একজোট হয়ে কাজ করতে হবে এর মোকাবিলায়। আগামিকালই স্বাস্থ্য দফতরের আধিকারিকদের নিয়ে বৈঠকে বসবেন মেয়র। সেখানে নার্সিংহোম কর্তৃপক্ষকেও ডাকা হবে। তিনি এও জানান, আবর্জনা পরিষ্কারের জন্যে প্রয়োজনে কর্মী সংখ্যা বাড়ানো হবে।

advertisement

বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
চলতি বর্ষার মরশুমে শিলিগুড়িতে প্রথম ডেঙ্গি-মৃত্যু, বাড়ছে আক্রান্ত, পুর পরিষেবা নিয়ে প্রশ্ন স্থানীয়দের
Open in App
হোম
খবর
ফটো
লোকাল