Malda News: পূর্বাঞ্চলীয় অ্যাথলিট মিটে সাফল্য মালদহের হাত ধরে বাংলার ঘরে এল সোনা 

Last Updated:

পূর্বাঞ্চলীয় জুনিয়র অ্যাথলেটিক্স মিটে বাংলার হয়ে অংশগ্রহণ করে ব্যক্তিগত ইভেন্টে সোনা জিতলেন মালদহের দুই খেলোয়াড়৷

বাংলার হয়ে প্রতিযোগিতায় সোনা জিতলেন মালদহের দুইজন
বাংলার হয়ে প্রতিযোগিতায় সোনা জিতলেন মালদহের দুইজন
#মালদহ:  পূর্বাঞ্চলীয় জুনিয়র অ্যাথলেটিক্স মিটে বাংলার হয়ে অংশগ্রহণ করে ব্যক্তিগত ইভেন্টে সোনা জিতলেন মালদহের দুই খেলোয়াড়। দলীয় ইভেন্টে রুপো জিতলেন আরও এক মালদহের অ্যাথলেটিক্স। ৩৩ তম পূর্বাঞ্চলীয় জুনিয়র ন্যাশনাল অ্যাথলেটিক মিট বিহারের পাটনা পাটালিপুত্র স্পোর্টস কমপ্লেক্সে অনুষ্ঠিত হয়। ১০ থেকে ১২ সেপ্টেম্বর এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। পশ্চিমবঙ্গ সহ পূর্বাঞ্চলের আরও ১২ টি রাজ্য এই প্রতিযোগিতায় অংশ নেয়। বাংলার হয়ে মালদহের ৪ খুদে খেলোয়াড় সুযোগ পান। তাদের মধ্যে অনুর্ধ্ব ১৪ মহিলা বিভাগে জ্যাভলিন থ্রো- তে সোনা জিতেছে মিষ্টি কর্মকার। ৩০.৬৫ মিটার জ্যাভলিন থ্রো করে প্রথম হয়েছে। মিষ্টি কর্মকারের বাড়ি মালদহ শহরের মিশ্র কলোনি এলাকায়। রেলওয়ে হাই স্কুলের সপ্তম শ্রেণীর ছাত্রী। এর আগেও একাধিকবার সাফল্য পেয়েছে মিষ্টি কর্মকার।
মিষ্টি কর্মকার বলেন, আমি খুব খুশি এমন সাফল্য। আগামীতে দেশের হয়ে খেলার ইচ্ছা রয়েছে। অপরদিকে অনুর্দ্ধ- ১৬ পুরুষ বিভাগে ২০০০ মিটার দৌড়ে প্রথম হয়েছে মালদহের বললাম মন্ডল। তাঁর বাড়ি মালদহ শহরের মিশ্র কলোনি এলাকায়। রেলওয়ে হাই স্কুলের ছাত্র। অনুর্ধ্ব ২০ বিভাগে মিক্স রিলে অংশ গ্রহণ করে সুজন ঘোষ। মিক্স রিলেতে বাংলা রুপো পেয়েছে।
advertisement
advertisement
সুজন ঘোষের বাড়ি মালদহের বৈষ্ণবনগর থানার চাঁইপাড়া গ্রামে। বাংলার হয়ে মালদহের চারজন অংশগ্রহণ করেছিলেন এই প্রতিযোগিতায়। তাদের মধ্যে তিনজন সাফল্য পেয়েছেন। জেলার প্রতিভাবান খেলোয়াড়দের এমন সাফল্যে খুশি জেলা ক্রীড়া সংস্থার কর্তারা। মঙ্গলবার সকালে মালদহে পৌঁছায় খেলোয়াড়রা।
advertisement
এদিন সকালে মালদহ টাউন স্টেশনে জেলা ক্রীড়া সংস্থার পক্ষ থেকে সংবর্ধনা জানানো হয় সফল খেলোয়াড়দের। চার খেলোয়াড়ের কোচ অসিত পাল বলেন, চারজনেই ভালো খেলেছে। বাংলার হয়ে মালদহের চারজন অংশগ্রহণ করেছিলেন। তাদের মধ্যে তিনজন সাফল্য পেয়েছে। তাদের সাফল্যে আমরা খুশি। আমরা চাই আগামীতে আরো সাফল্য মিলবে খেলোয়াড়দের উৎসাহ দিতে বড় করে সংবর্ধনা দেওয়াহবে বলে জানান জেলা ক্রীড়া সংস্থার সদস্য দেবব্রত সাহা।
advertisement
Harashit Singha
view comments
বাংলা খবর/ খবর/মালদহ/
Malda News: পূর্বাঞ্চলীয় অ্যাথলিট মিটে সাফল্য মালদহের হাত ধরে বাংলার ঘরে এল সোনা 
Next Article
advertisement
Samir Putatunda: প্রয়াত প্রবীণ বামপন্থী নেতা সমীর পুততুণ্ড! 'নিজের কাউকে হারালাম', শোকপ্রকাশ মমতার
প্রয়াত প্রবীণ বামপন্থী নেতা সমীর পুততুণ্ড! 'নিজের কাউকে হারালাম', শোকপ্রকাশ মমতার
  • প্রয়াত প্রবীণ বামপন্থী নেতা সমীর পুততুণ্ড৷

  • ৭৪ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ৷

  • শোকপ্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷

VIEW MORE
advertisement
advertisement