TRENDING:

Bengal Safari Park: টিকিট কেটেও বেঙ্গল সাফারি পার্কে ঢুকত পারলেন না পর্যটকরা! ফিরলেন হতাশা নিয়ে  

Last Updated:

Bengal Safari Park: সকাল সকাল টিকিট কেটেও সাফারি পার্ক ঘোরা হল না পর্যটকদের।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#শিলিগুড়ি: বদলি নিয়ে বনকর্মীদের বিক্ষোভের জেরে আটকে পড়লেন পর্যটকেরা। আবার অনেকেই বিরক্ত হয়ে ফিরে গেলেন। ক্ষোভ উগড়ে দিলেন।
advertisement

দিনভর আনন্দে মেতে থাকবেন, রয়েল বেঙ্গল টাইগার দর্শন করবেন। এই ভেবেই পরিবার নিয়ে এসেছিলেন পর্যটকরা। অনলাইনে টিকিটও কাটা ছিল। কিন্তু ফিরলেন একরাশ হতাশা, ক্ষোভ নিয়ে। এই ছিল বুধবারের বেঙ্গল সাফারি পার্কের ছবি।

আরও পড়ুন- বেড়াতে গিয়ে হয়রানি, ট্র‍্যাভেল এজেন্টের বিরুদ্ধে গুরুতর অভিযোগ কলকাতার পর্যটকদের

এক দপ্তর থেকে অন্য দপ্তরে বদলির জেরে আজ বিক্ষোভ দেখান বন কর্মীরা। সকাল থেকেই গেট আটকে চলে বিক্ষোভ। কর্মীদের অভিযোগ, চালকদের বদলি করা হয় নিরাপত্তারক্ষীর পদে৷ আবার কম্পিউটারের কর্মীকে সরানো হয় গার্ডেন পরিচর্যার কাজে। এতেই ক্ষুব্ধ হয়ে ওঠেন কর্মীরা।

advertisement

বন কর্মী বরুন দেবরায়, নীরা থাপারা জানান, দীর্ঘদিন ধরে যে পদে ছিলেন, হঠাৎ সরিয়ে দেওয়ার নির্দেশিকা জারি করা হয়। সেই কাজ করা তাঁদের পক্ষে সম্ভব নয়। তারই প্রতিবাদে সাফারি পার্কের গেট বন্ধ করে বিক্ষোভ দেখান কর্মীরা।

তাঁদের অভিযোগ, নতুন ডিরেক্টর কাজে যোগ দেওয়ার পরই এই ধরনের বদলির নির্দেশিকা জারি করা হয়েছে। অবিলম্বে সিদ্ধান্ত বদলাতে হবে। আর এই বিক্ষোভের জেরেই হতাশ হয়ে ফিরে যেতে হয় বেড়াতে আসা পর্যটকদের।

advertisement

কলকাতা থেকে আসা নীলা দত্ত, লিটন সাহারা বলেন, অনলাইনে টিকিট কাটা ছিল। বাচ্চাকে নিয়ে এসেছিলেন। কিন্তু এখানে এসে দেখতে পান, গেট বন্ধ করে আন্দোলন চলছে। দিনটাই পুরো নষ্ট হল তাঁদের।

আরও পডুন- ধসে মৃত যুবকদের দেহ ফিরল গ্রামে, ভিনরাজ্যে কর্মরতদের জন্য উৎকণ্ঠায় ধূপগুড়ি

বহু পর্যটকই দার্জিলিং, কালিম্পং এবং সিকিম অথবা ডুয়ার্সে ঘোরা শেষে বাড়ি ফেরার পথে ঢুঁ মারেন বেঙ্গল সাফারি পার্কে। সেখানে আজ হতাশই হতে হল তাঁদের। পরে ডিরেক্টরের হস্তক্ষেপে বিক্ষোভ প্রত্যাহার করে নেয় বন কর্মীরা।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

ডিরেক্টর দাওয়া শেরপা জানান, ভুল বোঝাবুঝির জেরেই সমস্যা হয়। সব মিটে গিয়েছে। যাদের টিকিট কাটা ছিল, তাদের টাকা ফিরিয়ে দেওয়া হবে। তবে আন্দোলনকারীরা সাফ জানিয়ে দিয়েছে, দাবী না মেটালে আন্দোলন তীব্র হবে। পুরনো নির্দেশিকাই বহাল রাখতে হবে।

বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Bengal Safari Park: টিকিট কেটেও বেঙ্গল সাফারি পার্কে ঢুকত পারলেন না পর্যটকরা! ফিরলেন হতাশা নিয়ে  
Open in App
হোম
খবর
ফটো
লোকাল