Bangla News: বেড়াতে গিয়ে তুমুল হয়রানি, ট্র‍্যাভেল এজেন্টের বিরুদ্ধে গুরুতর অভিযোগ কলকাতার ২ পরিবারের

Last Updated:

Bangla News: গত ফেব্রুয়ারিতে কলকাতার একটি পর্যটন সংস্থার সঙ্গে যোগাযোগ করে বুকিং করান দুই পরিবার। কিন্তু বেড়াতে এসে এনজেপি স্টেশনে নেমে হতবাক তারা।

সিকিম ভ্রমণে প্রতারণার শিকার পর্যটকেরা
সিকিম ভ্রমণে প্রতারণার শিকার পর্যটকেরা
#সিকিম: কলকাতা থেকে সিকিম বেড়াতে এসে ফের বিপাকে পড়ল পর্যটকদের একটি দল৷ কলকাতার টালিগঞ্জ থেকে দুটি পরিবার সিকিম বেড়াতে আসেন। গত ফেব্রুয়ারিতে কলকাতার একটি পর্যটন সংস্থার সঙ্গে যোগাযোগ করে বুকিং করান দুই পরিবার। কিন্তু বেড়াতে এসে এনজেপি স্টেশনে নেমে হতবাক তারা। দেখা যায় কোনও ট্রাভেল এজেন্টের কোনো প্রতিনিধি আসেননি।
পরিবারের অভিযোগ, সংশ্লিষ্ট সংস্থাকে পুরো টাকাও পেমেন্ট করেছিলেন। ৭২ হাজার টাকা পেমেন্টও করেন দুই পরিবারই। এনজেপি স্টেশন থেকে সিকিম যাওয়ার গাড়ি থেকে সেখানকার হোটেল এবং কলকাতা ফেরা পর্যন্ত পুরো বুকিংই ওই সংস্থার মাধ্যমে করিয়েছিলেন। সেই মতো দুই দম্পতি তাদের দুই শিশু সন্তানকে নিয়ে কলকাতা থেকে নর্থ সিকিম ঘোরার জন্য এনজেপিতে নামেন। কিন্তু নেমেই আর সিকিম যাওয়ার গাড়ি পাননি। গতকাল রাত থেকেই সংস্থার কর্তাদের সঙ্গে যোগাযোগ করলেও সুরাহা মেলেনি।
advertisement
advertisement
এদিকে স্টেশনে নেমে বিপাকে পড়েন পর্যটকেরা। আজ ফের ওই ট্র‍্যাভেল এজেন্টকে ফোন করেন পর্যটকেরা৷ কিন্তু তারা ফোনে জানায় গাড়ির ব্যবস্থা করা যাচ্ছে না৷ এরপরই পুলিশের দ্বারস্থ হন পর্যটকেরা৷ পরে স্থানীয়দের সহযোগিতায় এনজেপি থানার পুলিশকে ফোন করেন৷ পুলিশ এসে ওই এজেন্টের সঙ্গে সরাসরি কথা বলেন৷ এরপর গাড়ি ভাড়ার টাকা এজেন্ট ফিরিয়ে দেন৷
advertisement
এর আগেও এনজেপি এলাকার এক বুকিং এজেন্টের কাছে প্রতারণার শিকার হয়েছিলেন এক দম্পতি৷ পরে পুলিশের দ্বারস্থ হয়ে টাকা ফেরত পান তারা৷ এদিকে হিমালয়ান হসপটালিটি ট্র‍্যাভেল ডেভলোপমেন্ট নেটওয়ার্কের সাধারন সম্পাদক তথা পর্যটন ব্যবসায়ী সম্রাট সান্যাল জানান, বিষয়টি রাজ্যের পর্যটনমন্ত্রীর কাছে জানানো হবে। এই ধরনের ঘটনা যারা করবে তাদের লাইসেন্স বাতিল করার প্রস্তাব রাখা হবে। একটি আইনও আনা জরুরি। যেহেতু সংশ্লিষ্ট সংস্থা তাদের সংগঠনের সদস্য নয়, তাই তারা সরাসরি ব্যবস্থা নিতে পারছে না। এদিকে দুই পর্যটক দেবশ্রী দাস এবং সুদীপ দত্ত জানান, বেড়াতে এসে শুরুতেই এমন ঝক্কি পোহাতে হবে ভাবতে পারিনি আমরা। টানা ৪ ঘণ্টা অনিশ্চয়তার মধ্যে কেটেছে। কিন্তু বার বার কেন এমনটা হবে? উঠছে প্রশ্ন!
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Bangla News: বেড়াতে গিয়ে তুমুল হয়রানি, ট্র‍্যাভেল এজেন্টের বিরুদ্ধে গুরুতর অভিযোগ কলকাতার ২ পরিবারের
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement