এদিকে, আগামী ১৫ অক্টোবর পর্যন্ত সিকিমে স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় বন্ধ থাকার নোটিস জারি হয়েছে। নির্দেশিকা জারি করেছে সিকিমের শিক্ষা দফতর।
আরও পড়ুন: খাদ্যমন্ত্রী রথীনের বাড়ি থেকে কী এমন পেল ইডি, তড়িঘড়ি ছুটলেন ইডি অফিসাররা! আরও বাহিনী মোতায়েন
পাহাড়ে বেড়াতে গিয়ে চরম বিপর্যয়ের মুখোমুখি পর্যটকেরা। হড়পা বানে সিকিমের একাংশ একেবারে তছনছ হয়ে গিয়েছে। নবান্ন সূত্রে খবর, সিকিমে এখনও মোট সাত হাজার পর্যটক রয়েছেন যার মধ্যে ২০০০ পর্যটক বাংলার। ইতিমধ্যেই পর্যটকরা ফিরতে শুরু করলেও ৪৫০ জনের মতো পর্যটক এ রাজ্যের সেখানেই রয়েছেন।
advertisement
আরও পড়ুন: লাচুং-লাচেনে আটকে বাংলার ৪৫০ পর্যটক, আজ রাতে ফোনে যোগাযোগ ফেরার সম্ভাবনা: নবান্ন
নবান্নে সূত্রে জানা গিয়েছে, আটকে থাকা এ রাজ্যের পর্যটকেরা এখনও লাচেন ও উত্তর সিকিমে রয়েছেন। যেখানে বিদ্যুৎ ও রাস্তার যোগাযোগ ব্যবস্থা এখনও শুরু হয়নি। ফোনের যোগাযোগ ব্যবস্থা বৃহস্পতিবার রাতের মধ্যেই শুরু করা যাবে বলে আশা করছে নবান্ন।
সেনাবাহিনী পর্যটকদের তাঁদের স্যাটেলাইট ফোন ব্যবহার করতে দিচ্ছে ফোন করার জন্য। সিকিমের পি আর রাজ্যকে জানিয়েছে সব পর্যটক সুরক্ষিত রয়েছেন। রাজ্যের পর্যটন দফতরে ১৩৬ টি এখনও পর্যন্ত ফোন এসেছে। মোট ১৮ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে যার মধ্যে ছটি মৃতদেহ চিহ্নিত হয়েছে। এই ছটি মৃতের মধ্যে চারটি মৃতদেহ সেনাবাহিনীর ও দুটি মৃতদেহ স্থানীয় বাসিন্দাদের।